Advertisement
Advertisement
Ukraine

ফের রাশিয়ায় ‘নিষিদ্ধ’ ক্লাস্টার বোমা ফেলল ইউক্রেন, মৃত অন্তত ২০

রাশিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন।

20 dead after Ukrainian strikes on Russia। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 1, 2024 3:12 pm
  • Updated:January 1, 2024 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাশিয়ায় ‘নিষিদ্ধ’ ক্লাস্টার বোমা ফেলল ইউক্রেন। শনিবার রুশ প্রদেশ বেলগোরোদে হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। বিধ্বংসী এই বিমান হানায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। আহত ১১১। এমনটাই অভিযোগ জানিয়েছে মস্কো। এই হামলার ঠিক একদিন আগেই ইউক্রেনে ভয়ংকর মিসাইল হামলা চালিয়েছিল রুশ বাহিনী। যার বদলা নিয়েছে ইউক্রেনীয় ফৌজ বলে মনে করা হচ্ছে। এইভাবেই আক্রমণ পালটা আক্রমণে বজায় রয়েছে যুদ্ধের ঝাঁজ।  

রয়টার্স সূত্রে খবর, বেলগোরোদের গভর্নর ভ্যাচিস্লাভ গ্ল্যাডকোভের দাবি করেছেন, “শনিবার বসতি এলাকায় হামলা চালায় ইউক্রেন। হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করলে সকলকে দ্রুত নিরাপদ জায়গায় পালিয়ে যেতে বলা হয়। কিন্তু তাতেও আটকানো যায়নি প্রাণহানি ।” স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চল থেকে একাধিক রকেট লঞ্চারের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যা গিয়ে আঘাত হানে প্রদেশটির ক্যাথিড্রাল স্কোয়ার, বাজার ও বসতিপূর্ণ এলাকায়। রুশ অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিট ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করে, ৩২টি ড্রোন গুলি করে নামায়। তা নাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত।

Advertisement

রুশ প্রতিরক্ষামন্ত্রক সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইউক্রেন। এই হামলায় মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশুও। পাশাপাশি ইউক্রেনীয় (Ukraine) ফৌজের এই আগ্রাসানের বদলা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মস্কো।  

[আরও পড়ুন: বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, জারি সুনামি সতর্কতা]

উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকে ইউক্রেনের আকাশে উড়ে আসে রুশ (Russia)বিমান। চলতে থাকে লাগাতার আক্রমণ। সব মিলিয়ে ১৫৮টি মিসাইল ও ড্রোন ছোড়া হয়। এর মধ্যে ২৭টি ড্রোন ও ৮৭টি ক্রুজ মিসাইল গুলি করে নামায় ইউক্রেন। টেলিগ্রামে সেদেশের সেনাপ্রধান এমনটাই দাবি করেছিলেন। হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। আহত হন একশো জন। গুঁড়িয়ে যায় বহু কারখানা, হাসপাতাল ও স্কুল। এই রুশ হামলার তীব্র নিন্দা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। তাঁকে বলতে শোনা যায়, “আজ রাশিয়া তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। অস্ত্রাগারে যত অস্ত্র রয়েছে সব নিয়ে।” এদিন সেই হামলারই যোগ্য জবাব দিয়েছে জেলেনস্কি বাহিনী বলে মত বিশ্লেষকদের। যদিও এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি কিয়েভ।

উল্লেখ্য, দুবছর পূর্ণ হতে চলেছে রক্তক্ষয়ী এই যুদ্ধের। রাশিয়ার ঘরে ঢুকে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। মস্কো যে ভয়াবহ হাতিয়ার ব্যবহারের অভিযোগ তুলছে ইউক্রেনের বিরুদ্ধে, সেই ক্লাস্টার বোমা দিয়ে কিয়েভকে সাহায্য করছে আমেরিকা। এর আগেও এই যুদ্ধাস্ত্র ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিলেন জেলেনস্কি। ক্লাস্টার বোমা নাকি এতটাই ভয়ংকর যে বিশ্বের ১২০টি দেশ এর ব্যবহার নিষিদ্ধ করেছে। 

[আরও পড়ুন: ‘আরও বহু মাস চলবে যুদ্ধ, বাদ পড়বে না ইরানও’, নতুন বছরের শুরুতে হুঙ্কার নেতানিয়াহুর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement