Advertisement
Advertisement

Breaking News

Pakistan

ফের পাকিস্তানে জঙ্গিদের নিশানায় পুলিশ, ফিদায়েঁ হামলায় নিহত ২

পাকিস্তানে মাথাচাড়া দিয়েছে নতুন জঙ্গিগোষ্ঠী।

2 Pakistani cops killed as militants attack in Pakistan। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 15, 2023 2:40 pm
  • Updated:December 15, 2023 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিনের মাথায় ফের রক্তাক্ত হল পাকিস্তান। শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছেন দুই পুলিশকর্মী। আহত হয়েছেন বেশ কয়েকজন। জেহাদিদের খুঁজতে শুরু করা হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।

পাকিস্তানের (Pakistan) সংবাদপত্র ডন সূত্রে খবর, এদিন খাইবার পাখতুনখোয়ার টঙ্ক জেলার পুলিশের সদরদপ্তরে হামলা চালায় জঙ্গিরা। এই বিষয়ে টঙ্কের (Tank) পুলিশ আধিকারিক ইফতিখার শাহ বলেন, এক ফিদায়েঁ জঙ্গি বড়সড় নাশকতার ছক কষেছিল। কিন্তু এই পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়েছে। জেহাদিদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে সদ্য মাথাচারা দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠী আনসারুল জিহাদ। পরপর এই জঙ্গিহানা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ইসলামাবাদ।

Advertisement

[আরও পড়ুন: ফের বাড়ছে করোনার দাপট, এই দুই দেশের বিমানবন্দরে আবার বাধ্যতামূলক মাস্ক]

উল্লেখ্য, চলতি সপ্তাহের গত মঙ্গলবারই খাইবার পাখতুনখোয়ার (Khyber Pakhtunkhwa) ডেরা ইসমাইল খান শহরের একটি থানা ও সেনাঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ জঙ্গিদের একটি দল। জেহাদিরা নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়ে। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৩ জন। আহত হয়েছিলেন কমপক্ষে ২৮ জন। হামলার দায় স্বীকার করেছিল তেহরিক-ই-জেহাদ পাকিস্তান।

বলে রাখা ভালো, এই ডেরা ইসমাইল খান শহর মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা। সেখানে আইন কানুন বা সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে। যা অন্য দেশ-সহ পাকভূমেরও বহু ইসলামিক সন্ত্রাসীদের চরণক্ষেত্র। 

[আরও পড়ুন: মুখোমুখি দুই পুতিন! ভিডিও দেখে তাক লাগল নেটিজেনদের, ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement