Advertisement
Advertisement
Las Vegas

ফের আমেরিকায় হামলা, লাস ভেগাসে আততায়ীর তাণ্ডবে নিহত অন্তত ২

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

2 killed, 6 injured in stabbing attack with kitchen knife in Las Vegas | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 7, 2022 1:46 pm
  • Updated:October 7, 2022 1:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত আমেরিকা। এবার লাস ভেগাসে আততায়ীর তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত দু’জন ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকাল ১১.৪০ মিনিটে ঘটনাটি ঘটেছে। লাস ভেগাসের (Las Vegas) রাস্তায় আচমকাই পথচারীদের উপর ছুরি হাতে হামলা চালায় এক ব্যক্তি। লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশের আধিকারিক জেমস লা’রশেল জানিয়েছেন, হামলাকারী যুবকের হাতে একটি লম্বা ছুরি ছিল। বিনা কোনও উসকনি বা কারণ ছাড়াই আচমকা এক পথচারীর উপর কোপ বসায় সে। তারপর ভিড়ের মধ্যে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে বছর তিরিশের ওই যুবক। হামলায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। হামলাকারীকে আটক করে স্থানীয় ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারী যুবক মানসিক সমস্যায় ভুগছে।

Advertisement

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফের সামিল তৃতীয় পক্ষ, প্রথমবার কিয়েভে হামলা ইরানি ড্রোনের]

স্থানীয়দের একাংশের মতে, হামলাকারী যুবক প্রথমে কয়েকজন মহিলার কাছে গিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলার দাবি জানায়। নিজেকে একজন রাঁধুনি বলে পরিচয় দেয় সে। কিন্তু, যুবকের এই অদ্ভুত আবদার মানতে অস্বীকার করেন মহিলারা। এরপরই আচমকা উত্তেজিত হয়ে হাতে থাকা ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা চালায় যুবকটি। নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। অনেকেই হামলার ভিডিও ও ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। ইমার্জেন্সি ৯১১ নম্বরে ফোন করার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে ভয়াবহ হামলার সাক্ষী থাকে আমেরিকার ক্যাসিনো ক্যাপিটাল লাস ভেগাস। সেবার একটি ওপেন-এয়ার মিউজিক কনসার্টে হামলা চালায় স্টিফেন প্যাডক নামের এক বন্দুকবাজ। ওই ভয়াবহ হামলা প্রাণ হরিয়েছিলেন ৫৮ জন।

[আরও পড়ুন: মেক্সিকোর টাউন হলে গুলিবৃষ্টি, নিহত মেয়র-সহ ১৮]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement