সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ফের বন্দুকবাজের হানা। এবার ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল ২০ বছরের পড়ুয়া। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫। ঘটনার আকস্মিকতায় রীতিমতো চমকে যায় ফ্লোরিডা প্রশাসন। দ্রুত বিশ্ববিদ্যালয় চত্বর এবং সংলগ্ন এলাকায় জারি করা হয় লকডাউন। জরুরি সতর্কতাও জারি করে ফ্লোরিডা পুলিশ। হামলাকারী ওই ছাত্রকে গুলি করেছে পুলিশ।
আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র ইউনিয়নের কাছে বছর কুড়ির এক পড়ুয়া এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে। ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ছাত্রছাত্রীরা দৌড়ে পালাতে থাকেন, এদিক ওদিক লুকিয়ে পড়ে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলিতে ২ জন নিহত হন এবং ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফ্লোরিডা পুলিশ। গুলি করা হয় হামলাকারী পড়ুয়াকে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, বছর কুড়ির ওই হামলাকারীর নাম ফিনিক্স ইকনার। তিনি নিজেই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র এবং লিওন কাউন্টি শেরিফের দফতরের একজন ডেপুটি শেরিফের ছেলে। ইকনার তাঁর মায়ের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেই এই হামলা চালান। সেই অস্ত্রটি ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে। আরও একটি শটগান পাওয়া গিয়েছে হামলাকারী ওই পড়ুয়ার কাছে।
ঠিক কী কারণে হঠাৎ কুড়ি বছরের ওই পড়ুয়া বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালালেন, সেটা স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও ধরনের প্ররোচনা কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা আরও একবার আমেরিকার অস্ত্র আইন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। তবে ঘটনায় উদ্বেগপ্রকাশ করলেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এখনই অস্ত্র আইনে বদলের কথা ভাবা হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.