Advertisement
Advertisement
Israel

ইজরায়েল যুদ্ধের রেশ মিশরে? পুলিশকর্মীর গুলিতে খুন ২ ইজরায়েলি পর্যটক

ইজরায়েল- হামাস সংঘর্ষে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

2 Israeli tourists killed by Egyptian police amidst Hamas-Israel clash | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:October 8, 2023 4:54 pm
  • Updated:October 8, 2023 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির আঁচ পড়ল মিশরেও (Egypt)। সেদেশের এক পুলিশকর্মীর গুলিতে মৃত্যু হল দুই ইজরায়েলি পর্যটকের। একজনের আহত হওয়ারও খবর মিলেছে। প্রসঙ্গত, শনিবার থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইজরায়েলের পরিস্থিতি। গাজা থেকে রকেট হামলা শুরু করেছে হামাস জঙ্গিরা। এহেন পরিস্থিতিতেই মিশরে খুন হলেন দুই ইজরায়েলি পর্যটক। অনেকের অনুমান, এই খুনের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির প্রত্যক্ষ যোগ রয়েছে।

রবিবার মিশরের আলেকজান্ড্রিয়ায় ঘুরতে গিয়েছিল ইজরায়েলি পর্যটকদের একটি দল। বিখ্যাত পম্পেই পিলার দেখতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই আচমকা গুলি চালাতে শুরু করেন আলেকজান্ড্রিয়ার নিরাপত্তার দায়িত্ত্বে থাকা এক পুলিশকর্মী। ঘটনাস্থলেই দুই ইজরায়েলি পর্যটকের মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলি লেগে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তবে সঙ্গে সঙ্গেই অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। অসমর্থিত সূত্রের খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে মিশরের এক নাগরিকেরও। 

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে তীর্থ করতে গিয়ে বিপত্তি, সপরিবারে আটকে রাজ্যসভা সাংসদ]

পর্যটকদের উপর হামলার নেপথ্যে রয়েছে হামাস বনাম ইজরায়েল দ্বৈরথ- এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, শনিবার ভোর সাড়ে ৬টা থেকে গাজা থেকে রকেট হামলা করতে থাকে হামাস জঙ্গিরা। সেই সঙ্গে ইজরায়েলের (Israel) ভূখণ্ডেও ঢুকতে শুরু করে তারা। ইতিমধ্যেই তিনশোর বেশি ইজরায়েলির মৃত্যুর কথা জানা গিয়েছে। পালটা হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর গর্জন, গাজা শহরের যেখানে হামাস (Hamas) জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্যেই তাঁদের প্রত্যাঘাতে গাজায় অন্তত ২৩০ জনের মৃত্যু হয়েছে। হামাসের বহু ঠিকানায় চালানো হচ্ছে বিমান হামলা। সব মিলিয়ে কার্যতই যুদ্ধ পরিস্থিতি ইজরায়েল-হামাস সংঘর্ষে। সেই সংঘর্ষেরই বলি হয়েছেন দুই পর্যটক।

[আরও পড়ুন: হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েলে আটকে বহু ভারতীয় পড়ুয়া, আতঙ্কে কাটছে প্রহর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement