সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। কোভিড-১৯ (COVID-19)এ আক্রান্তও হচ্ছেন তাঁরা। মার্কিন মুলুকে করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে মৃত্যু হল দুই ইন্দো-মার্কিন চিকিৎসকের। তাঁরা সম্পর্কে বাবা ও মেয়ে। এই ঘটনায় শোকপ্রকাশ করেন নিউ জার্সির গর্ভনর ফিল মারফি।তাঁর কথায়, “চিকিৎসা করতে গিয়ে ওই দুজনের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।”
কয়েক দশক ধরে নিউ জার্সির একাধিক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন ডাক্তার সত্যেন্দ্র দেব খান্না(৭৮)। এদিকে তাঁর মেয়ে প্রিয়া খান্নাও(৪৩) পেশায় চিকিৎসক। তিনি নেফ্রোলজিস্ট ছিলেন। ইউনিয়ন হাসপাতালের রেসিডেনশিয়াল ডাক্তারদের প্রধান ছিলেন। করোনা আক্রান্তদের চিকিৎসায় যুক্ত ছিলেন দুজনই। পরে নিজেরাই আক্রান্ত হন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার নিউ জার্সির গর্ভনর মারফি টুইটারে লেখেন, “ডা. সত্যেন্দ্র দেব খান্না ও ডা. প্রিয়া খান্নাও সম্পর্কে বাবা ও মেয়ে। তাঁরা দুজনেই অন্যদের সাহায্যের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ওঁদের গোটা পরিবার স্বাস্থ্য পরিষেবা ও অন্যদের সেবায় ব্রতী। ওঁনাদের প্রয়াণে আমরা কতটা মর্মাহত, তা শব্দে বোঝাতে পারব না।” তিনিই জানান কোভিড রোগীদের চিকিৎসা করতে গিয়েই তাঁদের মৃত্যু হয়েছে।
করোনার দাপটে টালমাটাল বিশ্ব। সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বে ৩৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে। করোনায় মৃত্যুতে রেকর্ড গড়েছে আমেরিকা। এখনও পর্যন্ত সেদেশে ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২,৪৪৮ জনের মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.