Advertisement
Advertisement
Australia

অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রকে কুপিয়ে হত্যা! গ্রেপ্তার হরিয়ানার বাসিন্দা দুই ভাই

নিহত যুবকও হরিয়ানার বাসিন্দা।

2 Brothers of Haryana Arrested For Killing Indian Student In Australia

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:May 9, 2024 9:34 am
  • Updated:May 9, 2024 9:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগে অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্ন শহরে কুপিয়ে হত্যা করা হয় নবজিৎ সান্ধু নামের ২২ বছরের এক ভারতীয় ছাত্রকে। ওই ঘটনায় দুই ‘হত্যাকারী’কে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার অস্ট্রেলিয়া প্রবাসী দুই ভাই অভিজিৎ এবং রবিনকে নিউ সাউথ ওয়েলস থেকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত এবং অভিযুক্তরা আদতে হরিয়ানার (Haryana) বাসিন্দা। পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল।নবজিতকে হত্যা করা হল কেন?

সান্ধুর কাকা যশবীর জানিয়েছিলেন, ভাইপোর বুকে নৃশংস ভাবে ছুরি দিয়ে কোপানো হয়। সতীর্থ দুই ছাত্রের মধ্যে বাড়ি ভাড়া সংক্রান্ত ঝামেলা চলছিল। মধ্যস্ততা করতে গিয়ে আক্রান্ত হন সান্ধু। অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয় তাঁর। সঙ্গী ৩০ বছরের আরেক যুবক গুরুতর আহত হন। যশবীর আরও জানান, বছর দেড়েক আগে ‘শিক্ষার্থী ভিসা’ পেয়ে অস্ট্রেলিয়া যায় সান্ধু। বিদেশ যাত্রার খরচ সামলাতে দেড় একর জমি বিক্রি করেছিল পরিবার। মেধাবী ছাত্র সান্ধু গত জুলাই মাসে হরিয়ানার কার্নেলে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে এসেছিল।

Advertisement

 

[আরও পড়ুন: ‘নোংরা নয়াদিল্লিতে স্বাগত’, রাজধানীর আবর্জনার ভিডিও পোস্ট ডেনমার্কের রাষ্ট্রদূতের]

এর পর গত রবিবার মেলবোর্নের কাছে শহরতলি অরমন্ড হত্যাকাণ্ড ঘটে। ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত দুই ভাই অভিজিৎ (২৬) এবং রবিনের (২৭) ছবি প্রকাশ্যে আনে পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

[আরও পড়ুন: সংসদে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গেলেন না বিজেপির কেউ! ‘বাংলা বিরোধী’ তত্ত্বে সরব তৃণমূল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement