Advertisement
Advertisement

Breaking News

পাক দরগায় নৃশংসভাবে কুপিয়ে খুন ১৯ জনকে

নিহতের মধ্যে রয়েছে একই পরিবারের ছয় জন।

19 stabbed to death at Punjab province dargah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 2, 2017 12:53 pm
  • Updated:December 21, 2019 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নারকীয় হত্যাকাণ্ড। একটি দরগার মধ্যে একই পরিবারের ছয়জন-সহ ১৯ জনকে কুপিয়ে খুন করা হল। স্থানীয় ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাথা জানিয়েছেন, লাহোর থেকে ২০০ কিমি দূরে সারগোধা জেলার একটি গ্রামে মহম্মদ আলি গুজ্জরের দরগায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, দর্শনার্থীদের টানতে টানতে নিয়ে যাওয়ার পর তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ কেয়ারটেকার ওয়াহিদ ও ইউসুফ-সহ পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে।

সূত্রের খবর, নিজেদের পাপস্খলন করতেই ওই দরগায় আনাগোনা ছিল ইসলাম ধর্মাবলম্বীদের। সেখানে দরগার কেয়ারটেকারদের হাতে মার পর্যন্ত খেতে রাজি হত তাঁরা। কিন্তু এই ঘটনায় পূণ্যার্থীদের টেনে হিঁচড়ে তারপর কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে পাপস্খলন প্রক্রিয়ার সময়। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, দরগার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। তার মধ্যেই ওই ১৯ জন নৃশংসভাবে খুন হন। ঘটনার পরপরই দরগা সংলগ্ন এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement