ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের একটি পণ্য কারখানায় বিধ্বংসী আগুনের জেরে মৃত্যু হল কমপক্ষে ১৯ জনের। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চিনের পূর্বপ্রান্তে অবস্থিত পূর্ব চেচিয়াং প্রদেশের নিনঘাই কান্টি এলাকার শিল্পতালুকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও শর্ট সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিনঘাই কান্টি শিল্পতালুকে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রস্তুতকারক কোম্পানি রুইকি-র একটি কারখানায় আচমকা আগুন লাগে। এর জেরে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করেছেন। তার মধ্যে তিনজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।
১ অক্টোবর মঙ্গলবার, চিনে কমিউনিস্ট পার্টির শাসনকালের ৭০ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে সেজে উঠেছে রাজধানী বেজিং থেকে দেশের সবপ্রান্তই। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটা স্মরণ কর্মসূচি নেওয়া হয়েছে দল ও সরকারের তরফে। মাও সে তুং থেকে শি জিংপিং লম্বা এই সফরের সাফল্যের কথা তুলে ধরার পরিকল্পনা করেছে তারা। এর মাঝে গত এক সপ্তাহে মর্মান্তিক দুটি দুর্ঘটনায় মৃত্যু হল ৫৫ জনের। গত শনিবার জিয়াংসু প্রদেশের ইকসিং শহর সংলগ্ন হাইওয়েতে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ৩৬ জনের। জখমও হয়েছেন ৩৬ জন।
“19 people were killed and 3 injured in a fire 火 which erupted earlier on Sunday at a production facility in the eastern Chinese – Zhejiang…
— Fatih S. MEHMED ☝﷽ (@Fatih_S_Mehmed) September 30, 2019
The fire 火 broke out at a consumer goods factory in Ninghai County under the administration of Ningbo district shortly after 13:00…” https://t.co/CgcU7Zlf8x
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.