Advertisement
Advertisement
Covishield

সুখবর! ইউরোপের ১৬টি দেশে ছাড়পত্র পেয়ে গেল COVISHIELD

স্বস্তিতে টিকাগ্রহীতারা।

16 European countries now recognises India's Covishield vaccine for travel | Sangbad Pratidin

ফাইল চিত্র

Published by: Paramita Paul
  • Posted:July 17, 2021 9:34 pm
  • Updated:July 17, 2021 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডকে অনুমোদন দিল ইউরোপের আরও এক দেশ। অর্থাৎ সেরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিন নিয়ে ইউরোপের সংশ্লিষ্ট দেশে প্রবেশ করা যাবে। শনিবার এই মর্মে ছাড়পত্র দিল ফ্রান্স। ইতিমধ্যে ইউরোপের আরও ১৫টি দেশ এই অনুমোদন দিয়েছিল। এবার সবমিলিয়ে ইউরোপের ১৬ দেশে ছাড়পত্র পেল COVISHIELD।

এ প্রসঙ্গে এদিন সেরামের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, “এটা নিসন্দেহে সুখবর। কোভিশিল্ড টিকা নিলে এবার ইউরোপের ১৬টি দেশে প্রবেশ করা যাবে। তবে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও এক এক দেশে এক একরকম নিয়ম মানতে হতে পারে।”

Advertisement

উল্লেখ্য, ইউরোপের বেলজিয়াম, অল্ট্রিয়া, বুলগেরিয়া, ইসটোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, লাটাভিয়া, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজ্যারল্যান্ড এবং আইল্যান্ডেও কোভিসিল্ডকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই খবরে অনেকটাই স্বস্তিতে কোভিশিল্ড গ্রাহকরা। EU’র ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেটে কোভিশিল্ডের নাম ওঠায়, সেই নথি সঙ্গে নিয়েই তাঁরা ইউরোপের ওই ১৬ দেশে যেতে পারবেন – বেড়াতে অথবা কাজের প্রয়োজনে।

[আরও পড়ুন: ‘১৫ মিনিটেই সব জলের তলায়’, ভয়াবহ বন্যায় আতঙ্কের ছায়া বিপর্যস্ত ইউরোপে]

প্রাথমিকভাবে কোভিশিল্ডকে ছাড়পত্র না দেওয়ায় টিকাগ্রহীতা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়ছিলেন। এমন পরিস্থিতিতে পালটা চাপ তৈরি করে ভারত। জানিয়ে দিয়েছিল, ইউরোপীয় দেশগুলি থেকে ভারতে (India) পা রাখলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। EU’র ‘গ্রিন পাস’র তালিকায় কোভিশিল্ড, কোভ্যাক্সিনকে ঠাঁই না দেওয়ার পালটা হিসেবে তাদের উপর এই মর্মে চাপ তৈরি করেছিল ভারত। করোনা টিকা ইস্যুতে ভারতের সেই চাপের কাছে নতিস্বীকার করে EU। কোভিশিল্ডকে ‘গ্রিন পাসে’র ছাড়পত্র দেয় ইউরোপের ৮ দেশ। এবার সেই তালিকা আরও লম্বা হল।

[আরও পড়ুন: পাকিস্তানে অপহৃত আফগান রাষ্ট্রদূতের মেয়ে, হেনস্তার পর ভরতি হাসপাতালে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement