Advertisement
Advertisement

২০১৬-য় ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে এই দেশ

নিমর-অল-নিমর নামে এক শিয়া মৌলবীর মৃত্যুদণ্ডের ঘটনায় পথে নেমেছেন বহু মানুষ৷

153 people has given death sentence in this country

ছবিটি প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 11:23 am
  • Updated:January 1, 2017 11:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫৩ জনের মৃত্যুদণ্ড৷ অবাক করার মত ঘটনা হলেও সত্যি৷ তবে এদেশর ঘটনা নয়। যে দেশের ঘটনা সে দেশের বাসিন্দাদের কাছে এটা বোধহয় খুব বেশি বিস্ময়কর নয়৷ ঘটনা সৌদি আরবের৷ ২০১৬-র গোটা বছরে মোট ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের প্রশাসন৷ অন্তত, সরকারি হিসাব তেমনটাই বলছে৷ যদিও এই পরিসংখ্যান গত বছরের তুলনায় কম৷ ২০১৫-য় এই পরিসংখ্যানটা ছিল ১৫৮৷

যদিও মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে পিছিয়ে নেই ইরান ও পাকিস্তানও৷ ২০১৫-য় এই দৌড়ে সৌদি আরবের পরেই জায়গা করে নিয়েছিল এই দুটি দেশ৷ সারা বিশ্বে রক্ষণশীল দেশগুলির ক্ষেত্রে সৌদি আরবের নাম প্রথম সারিতে৷ চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকচক্র চালানো বা মাদক সেবন এই সব ক্ষেত্রেই সেদেশ একটাই শাস্তি, মৃত্যুদণ্ড৷ পাশাপাশি, ২০১৬-য় মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫৩ জনের মধ্যে ৪৭ জন সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অভিযুক্ত ছিল৷

Advertisement

এদিকে এই মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন শিয়া মৌলবীও৷ যার নাম নিমর-অল-নিমর৷ যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ইরান৷ এমনকি প্রতিবাদে রিয়াধের রাস্তায় পথেও নেমেছিলেন বহু ইরানি বিক্ষোভকারী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement