Advertisement
Advertisement

অন্তত ১৫০ ভারতীয়র মৃতদেহ পচছে সৌদির মর্গে

কেউ খুন হয়েছেন, কেউ আত্মহত্যা করেছেন!

150 Indian bodies rot in Saudi morgues, embassy helpless
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 3:58 pm
  • Updated:December 12, 2016 3:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ১৫০ জন ভারতীয়র মৃতদেহ পচছে সৌদি আরবের বিভিন্ন মর্গে৷ তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থেকে কর্মসূত্রে সৌদিতে গিয়েছিলেন ওই ভারতীয়রা৷ এখন তাঁদের পরিবার শেষকৃত্যের জন্য মৃতদেহগুলি দেশে ফিরিয়ে আনতে পারছে না৷ মূলত, রোগে ভুগে, দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ভারতীয়রা৷ কয়েকজন আবার খুন হয়েছেন নয়তো আত্মহত্যা করেছেন৷ সেক্ষেত্রে আবার সৌদি প্রশাসনের তদন্ত শেষ না হলে মৃতদেহগুলি দেশে ফিরিয়ে আনাও সম্ভব নয়৷

অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, সৌদির নিয়োগকর্তারা মৃতদেহগুলি ভারতে পাঠানোর খরচ বহন করতে চাইছেন না৷ এর কারণ দুটি৷ প্রথমত, কড়া সৌদি আইন মোতাবেক মৃতদেহগুলি দেশের বাইরে পাঠানো মুশকিল, দ্বিতীয়ত এক একটি মৃতদেহ সৌদি থেকে ভারতে পাঠাতে ৪-৬ লক্ষ টাকা করে খরচ৷ এই বিপুল খরচ ও আইনি জটিলতার ভয়েই মৃতদেহগুলি ভারতে পাঠাতে চাইছেন না সৌদি নিয়োগকর্তারা৷ দিনের পর দিন দেহগুলি কার্যত অযত্নে মর্গে পচছে৷ এই বিষয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে মৃতদের পরিবার৷

Advertisement

রিয়াধে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও মিলছে না সুরাহা, অভিযোগ মৃতদের পরিবারের৷ বিদেশমন্ত্রকের কর্তারাও কার্যত হাত তুলে নিয়েছেন৷ তাঁদের বক্তব্য, সৌদিতে যাঁদের বাড়ি বা সংস্থায় ওই ভারতীয়রা কাজ করতে গিয়েছিলেন, তাঁদের বারবার ফোন বা ইমেল করলেও কোনও উত্তর মিলছে না৷ সমস্যা রয়েছে আরও৷ বিমানের কার্গোতে করে মৃতদেহগুলি ভারতে আনা যায়৷ কিন্তু বেশ কয়েকটি মৃতদেহ একত্র না হলে বিমান সংস্থাগুলিও এ বিষয়ে উৎসাহ দেখাচ্ছে না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement