সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ‘কিড অফ দ্য ইয়ারে’র (Kid of the Year) নাম ঘোষণা করল টাইম ম্যাগাজিন (TIME Magazine)। আর প্রথমবারেই এই অনন্য সম্মান পেল আমেরিকার (America) কলোরাডোর (Colorado) বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত (Indian-American) গীতাঞ্জলি রাও। ১৫ বছর গীতাঞ্জলি তাঁর অভিনব আবিষ্কারের জন্য এই সম্মান পেয়েছে। তার এই কীর্তিতে খুশি ভারতবাসীও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছাও জানান। আর টাইম ম্যাগাজিনের হয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) তার সাক্ষাৎকার নেন।
আসলে পড়াশোনা ছাড়াও গীতাঞ্জলি একজন বিজ্ঞানী এবং আবিষ্কারকও। বেশি কিছু দুর্দান্ত জিনিস আবিষ্কার করেছে সে। তার তৈরি একটি ডিভাইসের সাহায্যে পাণীয় জলে পারদ (Lead) রয়েছে কি না তা জানা যাবে। এছাড়া একটি অ্যাপ এবং ক্রোম এক্সটেনশনও তৈরি করেছে সে। যার সাহায্যে সাইবারবুলিং রোখা সম্ভব। আর এজন্যই ৮ থেকে ১৬ বছর বয়সি প্রায় ৫ হাজার মনোনীতদের মধ্যে টাইম ম্যাগাজিনের তরফে বেছে নেওয়া হয়েছে গীতাঞ্জলিকে।
টাইমের তরফ থেকে প্রকাশিত হয়েছে তাঁর সাক্ষাৎকারটিও। ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, গীতাঞ্জলি বর্তমানের সমস্যাগুলোকে বিজ্ঞানের সাহায্যে সমাধান করেছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা গীতাঞ্জলির এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত। রীতিমতো শুভেচ্ছার বন্যা বইছে।
Here’s #GitanjaliRao, setting a whole new standard of achievement for desi parents everywhere to inflict on their kids:
Meet TIME’s First-Ever Kid of the Year https://t.co/u21GpDycao— Bobby Ghosh (@ghoshworld) December 3, 2020
Indians on top everywhere. What a Time to be alive! Congrats Gitanjali, you make us all so proud ✊🏻🇮🇳 #KidOfTheYear #GitanjaliRao https://t.co/0LVa88Ldk5
— ARMAAN MALIK (@ArmaanMalik22) December 4, 2020
Brilliant, outstanding @TIME magazine has selected 15yr old scientist & inventor #GitanjaliRao ‘kid of the year’ for her astonishing work using technology to tackle issues ranging from contaminated drinking water to opioid addiction and cyber bullying.#timemagazine 👍👏👏👏 pic.twitter.com/mh7qFvzPja
— Pawan Gogna (@pgogna) December 4, 2020
Gitanajali Rao became first ever Time kid of the year. As a scientist & inventor. She invented a mobile device to test for lead in drinking water. The right purpose of technology is to solve people’s problems. She rightly did that. Many wishes. pic.twitter.com/80KzuLh9wb
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) December 4, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.