Advertisement
Advertisement

Breaking News

Prague University Shooting

প্রাগ বিশ্ববিদ্যালয় চত্বরে এলোপাথাড়ি গুলি পড়ুয়ার, নিহত অন্তত ১৫

মৃত্যু হয়েছে বন্দুকবাজের।

15 killed in Prague university after gunman attack | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2023 8:52 am
  • Updated:December 22, 2023 10:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেক প্রজাতন্ত্রের (Czech Republic) রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের চত্বরে চলল গুলি। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহত অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে ন’জনের অবস্থা গুরুতর। হামলাকারীর মৃত্যু হয়েছে। আততায়ীর মৃত্যুর কথা জানিয়ে চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসন জানিয়েছেন, অন্য কোনও বন্দুকবাজ ঘটনাস্থলে ছিলেন না। যেখানে হামলা চালানো হয়েছে, ওই চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থাপত্য, শিল্পকলা বিভাগ। এএফপি জানিয়েছে, প্রাগের (Prague) এমার্জেন্সি সার্ভিসেস বিভাগ মুখপাত্র জানা পোস্তোভা বলেছেন যে ‘ঘটনাস্থলে বন্দুকবাজ-সহ ১১ জনের মৃত্যু হয়েছে।’

বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটেছে। পুলিশ গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ঘটনার পরেই ওই জান পালাখ স্কোয়ারে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। গোটা এলাকা সিল করে দেওয়া হয়। আশপাশের রাস্তা থেকেও মানুষজনকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে বন্দুকবাজকে বহুতলের বারান্দায় বন্দুক হাতে দাঁড়িয়ে গুলি চালাতে দেখা যায়। তবে কী কারণে ওই হামলা চালানো হয়, বড় কোনও ষড়যন্ত্র আছে কি না, ওই ব্যক্তির পিছনে বড় কোনও চক্র বা গোষ্ঠী আছে নাকি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগ আছে কি না, তা স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: পরমাণু হামলার হুমকি কিমের, কেন যুদ্ধপ্রস্তুতি উত্তর কোরিয়ার?]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি বন্দুকবাজ চার্লস বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। নিজের গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার সে বিশ্ববিদ্যালয়ে এসেছিল। খুব সম্ভবত আত্মহত্যার পরিকল্পনাও ছিল তার। হামলার পরে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। যদিও এখনও বন্দুকবাজের নাম ও পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ। সূত্রের খবর, এই হামলার পর বন্দুকবাজের বাবারও মৃত্যু হয়েছে। নিজের গ্রামের বাড়িতে থাকাকালীনই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। যদিও এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি এই ব্যাপারে। তবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন ভয়াবহ হামলার জেরে আতঙ্কে শিক্ষক-পড়ুয়া সকলেই।

[আরও পড়ুন: ‘ওরা চাঁদে পৌঁছে গেল, আমরা এখনও ধরাশায়ী’, ভারতের প্রশংসায় পঞ্চমুখ নওয়াজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement