Advertisement
Advertisement

সেনাবোঝাই বাসে বিস্ফোরণে নিহত ১৩, আহত ৪৮

গাড়িবোমার সাহায্যে ঘটানো হয় বিস্ফোরণ৷

13 solders killed in blast near turkey university campus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 17, 2016 3:33 pm
  • Updated:December 17, 2016 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য তুরস্কের কায়সেরি প্রদেশে এক বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত ও ৪৮ জন আহত হয়েছেন৷ শনিবার, এরসিয়েস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে বিস্ফোরণটি ঘটে৷ সেনাবাহিনীর একটি বাসকে লক্ষ্য করে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়৷ ডিউটি শেষ করে ওই বাসে করে সেনাবাহিনীর সদস্যরা ফিরছিলেন৷

ঘটনার পরই তুরস্কের সুপ্রিম বোর্ড অফ রেডিও ও টেলিভিশনের উপর সাময়িক নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে৷ বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ ও আহতদের ছবি, ফুটেজের সরাসরি সম্প্রচার দেখানো নিষিদ্ধ করা হয়েছে৷ নিহত সৈনিকরা কমান্ডো ব্রিগেডের সদস্য ছিলেন বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল৷ বিস্ফোরক মজুত করা গাড়িটির পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা সশব্দে ফেটে যায় গাড়িটি৷ বিস্ফোরণের প্রচণ্ড তীব্রতায় মাটি থেকে উঠে যায় বাসটি৷ তুরস্কের সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে ১৩ জন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন৷

Advertisement

দেখুন অসম্পাদিত ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement