Advertisement
Advertisement

Breaking News

Oman

মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজ, নিখোঁজ ১৩ ভারতীয় নাবিক-সহ ১৬

ওমানে মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার। নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কারও হদিশ মেলেনি।

13 Indians missing after oil tanker sinks off Oman coast on monday
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 17, 2024 8:22 am
  • Updated:July 17, 2024 9:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমানে মাঝ সমুদ্রে উলটে গেল তেলের ট্যাঙ্কার ভর্তি জাহাজ। নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ নাবিক। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কারও হদিশ মেলেনি।

জানা গিয়েছে, সোমবার তেলের ট্যাঙ্কার নিয়ে এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল জাহাজটি। দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদ্রাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটে দুর্ঘটনাটি। আচমকা উলটে যায় জাহাজটি। ট্যাঙ্কারের পাশাপাশি জাহাজে থাকা ১৬ জন নাবিক সমুদ্রে পড়ে যান। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। তবে এখনও কারও হদিশ মেলেনি। সূত্রের খবর, নিখোঁজদের মধ্যে ভারতীয় ছাড়াও রয়েছেন শ্রীলঙ্কার বাসিন্দা। 

Advertisement

 

[আরও পড়ুন: ‘অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন’, মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা ডিজি রাজীব কুমারের]

প্রসঙ্গত, ওমানের দক্ষিণ-পশ্চিমে রয়েছে দুমক বন্দরটি। সেখানে একটি তেল শোধনাগার রয়েছেন। সেখান থেকে প্রায়ই তেলের ট্যাঙ্কার জলপথে বিভিন্নপ্রান্তে পাঠানো হয়। অনেকক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। এদিন যে ট্যাঙ্কারটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি তৈরি হয়েছিল ২০০৭ সালে। 

[আরও পড়ুন: রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement