Advertisement
Advertisement

Breaking News

১৩ ভারতীয়র রক্তে জিকা ভাইরাস মিলল সিঙ্গাপুরে

১৩ জন সিঙ্গাপুর নিবাসী ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে যাঁদের রক্তে এই ভাইরাস ধরা পড়েছে|

13 Indian Nationalists diagnosed with Zika Virus in Singapore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 2:53 pm
  • Updated:September 1, 2016 2:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:সিঙ্গাপুরে ১৩ জন ভারতীয়র রক্তে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক৷  বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, তাদের মিশন অনুযায়ী রক্তের নমুনা পরীক্ষা করে ১৩ জন সিঙ্গাপুর নিবাসী ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে যাঁদের রক্তে এই ভাইরাস ধরা পড়েছে৷

আমেরিকার স্বাস্থ্য আধিকারিকদের মতে, গর্ভাবস্থায়ে মা জিকায় আক্রান্ত হলে ভ্রুণের মাইক্রোসেফালি হওয়ার সম্ভাবনা থাকে, যা পরবর্তীকালে শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধিতে প্রভাব ফেলে৷  বৃহস্পতিবার সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, এরই মধ্যে ১১৫ জন আক্রান্তদের মধ্যে একজন গর্ভবতী মহিলার রক্তের নমুনায় ভাইরাস পাওয়া গিয়েছে৷  ওই দেশের স্বাস্থ্যমন্ত্রক ও ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি দাবি করেছে, আক্রান্ত মহিলা সিমস ড্রাইভ বা আলজুনিড ক্রেসেন্ট নামক জিকা ভাইরাস কবলিত শিল্পাঞ্চলে বসবাস করছিলেন৷  আক্রান্ত মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার৷  এই মহিলার বাড়ির আরেক সদস্যও একই রোগে আক্রান্ত বলে জানা যায়৷

Advertisement

আমেরিকা প্রশাসন তাদের দেশের গর্ভবতী মহিলাদের সতর্ক করেছে সিঙ্গাপুর যাওয়া নিয়ে৷ পাশাপাশি অন্যান্য দেশও তাদের নাগরিকদের সতর্ক করেছে৷  যদিও ৪৭ বছরের এক মহিলা একমাস আগে জিকায় আক্রান্ত হয় সিঙ্গাপুরে কিন্তু তিনি বাইরে কোথাও যাননি ফলে সিঙ্গাপুরেই এই ভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছে এম.ও.এইচ ও এন.ই.এ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement