Advertisement
Advertisement

Breaking News

Israel Hamas

সেনার রকেট হামলাতেই মৃত ১৩ পণবন্দি! ইজরায়েলকেই তোপ হামাসের

হামাস ঘাঁটিতে থাকাকালীনই মৃত্যু হয়েছে ১৩ পণবন্দির।

13 hostages killed due to Israeli air strike, claims Hamas | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 13, 2023 2:17 pm
  • Updated:October 13, 2023 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলি (Israel) রকেট হামলার ফলেই মৃত্যু হয়েছে ১৩ জন পণবন্দির। হামাসের (Hamas) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই খবর। ইজরায়েল ও অন্যান্য দেশের নাগরিক মিলিয়ে মোট ১৫০ জনকে পণবন্দি করার অভিযোগ উঠেছিল জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে। তার মধ্যেই ১৩ জনের মৃত্যুর খবর দিয়ে বিবৃতি প্রকাশ করেছে হামাস। প্রসঙ্গত, গত শনিবার থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে হামাস ও ইজরায়েলের মধ্যে। দুই পক্ষ মিলিয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

[আরও পড়ুন: খলিস্তানিদের খুনের হুমকির পরই বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা]

শুক্রবার একটি বিবৃতি জারি করে হামাসের সামরিক বিভাগ। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়, ইজরায়েলের হামলাতেই মৃত্যু হচ্ছে ইজরায়েলিদের। গত ২৪ ঘণ্টায় হামাসের হাতে বন্দি থাকা অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ইজরায়েলি ছাড়াও বিদেশি নাগরিকরা রয়েছেন। নানা প্রান্তে ছড়িয়ে থাকা হামাসের পাঁচটি ঘাঁটিতে আটক ছিলেন এই ১৩ পণবন্দি। এছাড়াও শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৫০০ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি হামাসের।

Advertisement

প্রসঙ্গত, হামাসের হামলার পালটা দিতে কার্যত যুদ্ধের ডাক দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পরেই পালটা বিবৃতি জারি করেছে হামাস। জঙ্গি সংগঠনের সামরিক বিভাগের তরফে বলা হয়, গাজার সাধারণ মানুষের উপর ইজরায়েলের সেনা যদি আচমকা হামলা চালায়, তাহলে পণবন্দিদের খুন করে দেওয়া হবে। ইজরায়েলি সেনার প্রত্যেকটা আক্রমণের মাসুল হিসাবে খুন হবেন একজন করে পণবন্দি। তবে এই হুমকির পরেও সেনা সরানোর কথা ভাবছে না ইজরায়েল।

[আরও পড়ুন: ‘স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন প্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত’, বার্তা কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement