Advertisement
Advertisement

Breaking News

USA

মাত্র চার মাসে ১১! ফের আমেরিকায় মৃত ভারতীয় পড়ুয়া

তিন সপ্তাহ আগে অপহরণ করা হয়েছিল মহম্মদ আবদুল আরফাত নামে ওই ছাত্রকে।

11th Indian student died in USA in last four months

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 9, 2024 10:55 am
  • Updated:April 9, 2024 10:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তার পরে উদ্ধার হল আমেরিকায় (USA) পড়তে যাওয়া ভারতীয় ছাত্রের মৃতদেহ। এই নিয়ে চলতি বছরে ৮ ভারতীয় পড়ুয়ার মৃত্যু হল আমেরিকায়। ফলে মার্কিন মুলুকে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। কারণ বহু ভারতীয়ই উচ্চশিক্ষার জন্য আমেরিকা পাড়ি দেন।

জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম মহম্মদ আবদুল আরফাত। মাত্র দুবছর আগেই হায়দরাবাদ থেকে আমেরিকায় পড়তে গিয়েছিলেন তিনি। মাস্টার্সের পড়ুয়া ২৫ বছর বয়সি আরফাত গত তিন সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তাঁর বাবার কাছে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জানায়, ড্রাগ বিক্রেতা একটি দল অপহরণ করেছে আরফাতকে। ১২০০ মার্কিন ডলার মুক্তিপণও চায় তারা। তবে কোথায় কীভাবে টাকা দিতে হবে, সেই নিয়ে কিছুই বলেনি অপহরণকারীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিই প্রকৃত বন্ধু’, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হামাসের থাবা থেকে বেঁচে ফেরা ইজরায়েলির

১৯ মার্চ এই ফোন আসার পরে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন আরফাতের বাবা। দূতাবাসের তরফে বলা হয়, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত খুঁজে বের করা হবে আরফাতকে। তবে মঙ্গলবার সকালে দূতাবাসের তরফেই আরফতের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। জানানো হয়, উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। কীভাবে মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

গত শুক্রবারই উমা সত্য সাই গাড্ডে নামে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয় আমেরিকার ওহিয়োতে। মাত্র চার মাসের মধ্যে ১১ জন ভারতীয়র মৃত্যুতে আবারও প্রশ্নের মুখে মার্কিন মুলুকের নিরাপত্তা। ইতিমধ্যেই এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। গত ফ্রেব্রুয়ারি মাসে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘জাতি বা ধর্মের ভিত্তিতে হিংসার কোনও যুক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এসব বরদাস্ত করা হবে না। প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করে চলেছেন যেন এমন ঘটনা না ঘটে।” কিন্তু এই আশ্বাসবাণী সত্ত্বেও একের পর এক ভারতীয়র মৃত্যু হচ্ছে মার্কিন মুলুকে।

[আরও পড়ুন: সূর্যগ্রহণের সময়ে ঈশ্বরের আদেশ! আমেরিকার পথে এলোপাথাড়ি গুলিবৃষ্টি মহিলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement