Advertisement
Advertisement

Breaking News

China

চিনের ঘাড়ে ১০৪ শতাংশ শুল্কের কোপ ট্রাম্পের, চাপে পড়ে ‘বাণিজ্য যুদ্ধে’ ভারতকে পাশে চায় বেজিং

নয়া মাত্রা নিল আমেরিকার তৈরি করা 'শুল্ক বিশ্বযুদ্ধ'।

104 percent tariff on China, Beijing want India to fight against Trump
Published by: Amit Kumar Das
  • Posted:April 9, 2025 10:18 am
  • Updated:April 9, 2025 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়ে শুল্কযুদ্ধে ধরাশায়ী চিন। মঙ্গলে চিনা পণ্যের উপর আরও ৫০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। যার জেরে সবমিলিয়ে চিনা পণ্যের উপর বসল ১০৪ শতাংশ শুল্ক। গুরুতর এই পরিস্থিতিতে আমেরিকার মোকাবিলায় ভারতকে পাশে চাইল বেজিং। সবমিলিয়ে এই ‘শুল্ক বিশ্বযুদ্ধ’ এক নয়া মাত্রা নিল।

Advertisement

গত বুধবার চিনের উপর ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক চাপিয়েছিল আমেরিকা। এর পালটা পদক্ষেপ নেয় চিন শুক্রবার একই হারে শুল্ক চাপানো হয় মার্কিন পণ্য। চিনের এই পদক্ষেপের পরই ট্রাম্প হুঁশিয়ারি দেন চিন যদি এই শুল্ক প্রত্যাহার না করে তাহলে মঙ্গলবারের মধ্যে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে চিনা পণ্যে। সেইমতো মঙ্গলবার বেজিংয়ের উপর চাপে আরও ৫০ শতাংশ কর। শুরুতে ২০ শতাংশ শুল্কতো ছিলই তার সঙ্গে বাড়তি ৩৪ ও ৫০ শতাংশ মিলে চিনের উপর মোট শুল্কের বোঝা চাপল ১০৪ শতাংশ।

এই ঘটনার পালটা চিনের তরফেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, আমেরিকা যদি আমাদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ করতে চায় তবে আমরাও শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আরও শুল্ক বসালে নিজেদের স্বার্থ রক্ষায় পালটা জবাবও চিন দেবে। কোনওভাবেই ব্ল্যাকমেল বরদাস্ত করা হবে না। পাশাপাশি শুল্ক চাপানোর পর ট্রাম্প জানিয়েছিলেন, ‘চিন শীঘ্রই আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইবে।’ এরপর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, চিন আলোচনায় বসতে চাইলে ট্রাম্প কথা বলতে রাজি আছেন। যদিও চিন পালটা জানিয়েছে, ‘চিনকে ভয় দেখিয়ে আলোচনায় বসানো যাবে না।’

এদিকে আমেরিকার বিরুদ্ধে লাগামছাড়া শুল্কযুদ্ধে ভারতকে পাশে চেয়ে বার্তা দিয়েছেন ভারতের চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়ে ইউ জিং জানান, ‘দুই বৃহত্তর উন্নয়নশীল দেশের উচিত সমস্যা কাটিয়ে ওঠার জন্য একে অপরের পাশে দাঁড়ানো।’ চিনের এই আর্জি অবশ্য নতুন কিছু নয়, মার্কিন চাপের বারবার ভারতকে পাশে চেয়ে বার্তা দিয়েছে চিন। প্রকাশ্যে জানিয়েছে, এবার সময় এসেছে এশিয়ার দুই মহাশক্তিধর হাতি ও ড্রাগনের নাচ দেখানোর। বর্তমান পরিস্থিতিতে এমনটা হওয়া ভীষণ প্রয়োজন। যদিও ভারতের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি কখনই। কারণ ভারতের চিনের বিশ্বাসযোগ্যতা বরাবরই প্রশ্নের মুখে। চিন মুখে বলে এক, আর করে আর এক। অতীতেও সে নজির বহুবার দেখা গিয়েছে। ফলে এমন পরিস্থিতিতে চিনকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মেপে পা ফেলাই শ্রেয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement