Advertisement
Advertisement
King Charles III

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে খরচ ১ হাজার কোটি টাকা! ক্ষুব্ধ ব্রিটেনের জনতা

সরকারি কোষাগার থেকে খরচ হবে এই বিপুল অর্থ।

1 thousand crore to be spent on King Charles III coronation | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 2, 2023 2:54 pm
  • Updated:May 2, 2023 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকে মোট ১ হাজার কোটি টাকা খরচ হবে! চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ করল ব্রিটেনের (Britain) একটি সংবাদপত্র। গোটা ব্যয়ভার বহন করবে ব্রিটিশ সরকার। দেশের আর্থিক সংকটের মধ্যে এহেন খরচের ভার চাপানো নিয়ে ক্ষুব্ধ দেশের আমজনতা। রাজ্যাভিষেকের অনুষ্ঠানের দিনই বিক্ষোভ দেখানোরও পরিকল্পনা করেছেন রাজতন্ত্রের বিরোধীরা।

জানা গিয়েছে, অপারেশন গোল্ডেন অর্ব কমিটি নামে একটি সংস্থাকে রাজ্যাভিষেকের (Charles III Coronation) অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের তরফেই জানানো হয়েছে, ১০০ মিলিয়ন পাউন্ড খরচ হবে গোটা অনুষ্ঠানে। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ১ হাজার কোটি টাকা। যেহেতু এটি সরকারি অনুষ্ঠান, তাই যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে প্রশাসনকেই। সাধারণ মানুষের করের টাকা কেন এই অনুষ্ঠানে খরচ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমজনতা। আগামী ৬ মে রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের। ওইদিন গোটা ব্রিটেনজুড়ে সব ব্যাংক বন্ধ থাকবে। সেই কারণেও বিশাল ক্ষতি হবে ব্রিটেনের অর্থনীতিতে।

Advertisement

[আরও পড়ুন: আচমকাই ইস্তফা এনসিপি প্রধান শরদ পাওয়ারের, ভবিষ্যৎ নেতা কে?]

ইতিমধ্যেই একাধিক বিতর্ক দানা বেঁধেছে এই অনুষ্ঠান ঘিরে। রাজতন্ত্রের বিরোধী সংগঠনগুলি অনুষ্ঠানের দিনে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। একটি সংগঠনের তরফে বলা হয়েছে, “বংশ পরম্পরায় দেশের প্রধান হচ্ছেন কেউ, সেটা গণতন্ত্রের বিরোধী। তাছাড়াও দেশের নানা সুযোগ সুবিধার অপব্যবহার করছে রাজপরিবার। তার বদলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনও প্রতিনিধিকে দেশের প্রধানের পদে বসানো হোক।” ইতিমধ্যেই রাজকুমার হ্যারির উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক হয়েছে ব্রিটেনে। 

[আরও পড়ুন: ‘অল্পই মদ্যপান করেছিলাম!’, বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক নোবেল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement