ছবি: ফাইল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাওয়ালপিণ্ডির ব্যস্ত বাজার। শুক্রবার পাকিস্তানি সেনাবাহিনীর সদর দপ্তর থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা ভিড়ে ঠাসা বাজারে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত অন্তত একজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৫ জন।
প্রসঙ্গত, পাকিস্তানের এই শহরটি সেনার শহর বলে পরিচিত। সেই শহরে এহেন বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তের শেষে পুলিশের ধারণা, বাজারের সামনে একটি বিদ্যুত্খুঁটির নিচে বিস্ফোরক পুঁতে রাখা ছিল। তবে কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, সন্ত্রাসবাদিরাই এই কাণ্ড ঘটিয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বিস্ফোরণে জেরে আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারেরও ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর বাজারের চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল ছাড়াও ফরেন্সিক দল রয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হতে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন।
পাকিস্তান পুলিশের মুখপাত্র সাজিদুল হাসান জানান, ‘সংগঠিত সন্ত্রাসবাদের চেষ্টা হয়েছে। যারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে, আইনের হাত থেকে তারা নিষ্কৃতি পাবে না।’ এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদি সংগঠন এই হামলার দায় নেয়নি। করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পাকিস্তান সরকার। এমন পরিস্থিতিতে সেনার সদর দপ্তরের কাছেই এহেন বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে ইমরান খানের সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.