সংবাদ প্রতিদিন ডিজিটিাল ডেস্ক: বছর শুরুতে পশ্চিম দুনিয়ায় সন্ত্রাসের আবহ। এবার লাস ভেগাসে আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে টেসলার বৈদ্যুতিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত আরও ৭ জন। নিছক দুর্ঘটনা নাকি নাশকতার ছক? খতিয়ে দেখছে পুলিশ।
Here’s footage of the Tesla Cybertruck exploding in front of Trump’s hotel in Las Vegas, Nevada today. Hope everyone is safe! pic.twitter.com/kdO8N4XTLl
— Harry Sisson (@harryjsisson) January 1, 2025
লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিস্ফোরণ ঘটে বুধবার সকাল ৮টা নাগাদ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে টেসলার ওই বৈদ্যুতিন গাড়ির চালকের। আহত হয়েছেন আর ৭ জন। জানা গিয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন পুলিশকর্তাদের প্রাথমিক অনুমান, এই ঘটনা নাশকতা নয়। যদিও নিউ অরল্যান্সের হামলার পরদিন বিস্ফোরণ ঘটায় সতর্ক রয়েছে লাস ভেগাস পুলিশ। এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়েছে।
নতুন বছরে প্রথম দিনে কার্যত আতঙ্কের দেশ হয়ে উঠেছে আমেরিকা। নিউ অর্লিন্স শহরে জঙ্গি হামলা মৃত্যু হয়েছে ১৫ জনের, লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্পের হোটেলের বাইরে বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। নতুন খবর, নিউ ইয়র্কের নাইটক্লাবে বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.