সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ল ফ্লোরিডার (Florida) মিয়ামি (Miami) বিচের কাছে অবস্থিত একটি ১২ তলা আবাসন। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ৯৯ জন। দ্রুত গতিতে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল এবং প্রশাসনের উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আচমকাই ১২ তলা আবাসনটির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় অনেকেই রীতিমতো হকচকিয়ে যান। আবাসনের অন্যদিকের সদস্যরা যে যার মতো পালিয়ে বাঁচেন। তবে সিঁড়ির অংশ ভেঙে যাওয়ায় অনেকেই আটকে পড়েছেন। ইতিমধ্যে দমকল এবং উদ্ধারকারী দল তাঁদের উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটিতে ১০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট রয়েছে। তার মধ্যে ৫৫টির কাছাকাছি একেবারেই ভেঙে পড়েছে। ইতিমধ্যে ৫৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আরও অনেকেই নিখোঁজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যেও অনেকে গুরুতরভাবে আহত।
আবাসনটিতে মূলত বিদেশিদেরই বসবাস ছিল। এখনও পর্যন্ত যতজন উদ্ধার হয়েছেন তাঁর মধ্যে ১৮ জনই লাতিন আমেরিকার বাসিন্দা। তিনজন উরুগুয়ের, ন’জন আর্জেন্টিনার এবং ছ’জন প্যারাগুয়ের। এছাড়া ইহুদি পরিবারের কয়েকজনও ওই আবাসনটিতে থাকেন বলে খবর। এই ঘটনায় ফ্লোরিডা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, “সবকিছু ঠিকঠাকই ছিল। আচমকাই বুম বুম শব্দ। যেন বোমা বিস্ফোরণ হচ্ছে। তারপরই আমার এক বন্ধু আমাকে মেসেজে জানাল, বাড়িটির একাংশ ভেঙে পড়েছে।” ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরা। বাড়িটি কেন ভেঙে পড়ল তা খতিয়ে দেখার চেষ্টা করছেন তাঁরা। এদিকে, ইতিমধ্যে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডে সান্টিস।
Many families have been devastated by the building collapse in Surfside. Please pray for these families and their loved ones. pic.twitter.com/J6rEjqlGTp
— Ron DeSantis (@GovRonDeSantis) June 24, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.