বিয়ের দিন জীবনের স্পেশাল মুহূর্ত। বিশেষ এই দিনের সাজ নিয়ে প্রত্যেকে মেয়েরই তাই স্পেশাল ভাবনাচিন্তা থাকে। ইদানীং চিরায়ত সাজগোজে পরিবর্তনের ডাক। ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই। তবে বেনারসি ছাড়া বিয়ের দিন কল্পনা করা নৈব নৈব চ! শুধু বাঙালি কনের সাজেই নয়, ভারতীয় বিবাহের ক্ষেত্রেই বেনারসি শাড়ির মর্যাদা একেবারে অন্য মাত্রার।
রাজকীয় এবং বিলাসবহুল শাড়ি বেনারসি। বিয়েতে বেনারসি পরার অনেকগুলো যোগসূত্র আছে। প্রথমত, বিয়ের মতো জীবনের অন্যতম মুহূর্তে এই পরিধানই যেন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। ভারতীয় সংস্কৃতিতে বেনারসি শাড়ির যোগ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ধারণার সঙ্গে। নতুন জীবনে যেহেতু সেই সৌভাগ্য কাম্য, তাই প্রতীকী অর্থেই যেন তার সঙ্গে জুড়ে গিয়েছে বেনারসি পরার চল। এ ছাড়া বিয়ের জাঁকজমক যেন অনেকটা খোলতাই হয় বেনারসির বাহারে। বিয়ের মধ্যে একদিকে আভিজাত্য-সংস্কৃতির যোগ, অন্যদিকে নতুনের সূচনা- তার একরকম মিলিত স্মারক হয়ে উঠেছে বেনারসি শাড়ি।
সেই সঙ্গে পোশাক বা শাড়ি হিসাবেও বেনারসি অতুলনীয়। বেনারসি শাড়ির অন্যতম বৈশিষ্ট্য, এর ব্যতিক্রমী কারুকাজ। প্রতিটি মোটিফ অসাধারণ সূক্ষ্মতায় বোনা। খাঁটি সিল্ক থেকে তৈরি হয় এই শাড়ি। বৈচিত্রময় টেক্সচার, প্রাণবন্ত রং এবং শাড়ির নজরকাড়া জরির কাজে যেন লাবণ্যময়ী হয়ে ওঠেন নববধূ। তাই, বাঙালি কনে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেই বিয়ের পিঁড়িতে বসেন।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, লাল রং শুভ মুহূর্তের চিহ্ন। দাম্পত্য সুখ, প্রেম এবং উর্বরতার প্রতীক। তাই বিয়ের মতো একটি শুভ অনুষ্ঠানে, লাল রঙের গুরুত্ব রয়েছে। শাড়ি বা বেনারসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। ইদানীং প্রথা ভেঙে লালের বদলে নীল, গোলাপি, মেরুন,রানি এমনকী ঘিয়ে রঙের শাড়ি পরতেও দেখা যায় কনেকে। তবে, পরিবর্তন যতই আসুক না কেন, আজও কনের সাজে লাল বেনারসিই সবার উপরে।
(প্রতিবেদনটি ‘ছাঁদনাতলা’ ফিচারের অংশ।)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.