Advertisement
Advertisement

Breaking News

শুভেন্দু

কংগ্রেস ‘জনবিচ্ছিন্ন’,রাহুলের পালটা সভায় মৌসমকে পাশে নিয়ে কটাক্ষ শুভেন্দুর

সংখ্যালঘুরা যখন আক্রান্ত হয়, তখন কোথায় থাকে কংগ্রেস? প্রশ্ন শুভেন্দুর।

Suvendu Adhikary's rally at the same place in Chanchol, where Rahul Gandhi did
Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2019 7:32 pm
  • Updated:March 25, 2019 7:35 pm  

বাবুল হক, মালদহ:  কংগ্রেস সভাপতির সভায় মালদহের চাঁচোলের মাঠ ভরে গিয়েছিল কানায় কানায়৷ সেখানে প্রদেশ কংগ্রেসের স্ট্র্যাটেজি আর জনগণের আবেগ টের পেয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী৷ ভোট ময়দানে সেই সুযোগ এতটুকুও হাতছাড়া করল না তৃণমূল৷ ঠিক দু’দিনের মধ্যে একই জায়গায় পালটা সভা করে কংগ্রেসের সমালোচনার জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতা শুভেন্দু অধিকারী৷

                                   [ আরও পড়ুন: মাটির নিচে অস্ত্রভাণ্ডার! মুর্শিদাবাদে বাজেয়াপ্ত প্রচুর আগ্নেয়াস্ত্র, ধৃত ৩]

সোমবার দুপুরে চাঁচোলের কদমবাগান মাঠের সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী৷ সঙ্গে ছিলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর৷ প্রসঙ্গত শনিবার রাহুলের নিশানায় ছিলেন কংগ্রেসত্যাগী তৃণমূলের এই প্রার্থী৷ তাই, এদিনের মঞ্চে তাঁকে পাশে দাঁড় করিয়ে বক্তব্য রাখাটা বেশ তাৎপর্যপূর্ণ৷ শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘এরাজ্যে রাহুল গান্ধীকে প্রচারে আনা হয়েছে৷ কিন্তু তা বিজেপি বিরোধী প্রচার নয়৷ প্রদেশ কংগ্রেসের দাবি মেনে তৃণমূল বিরোধী প্রচারই তিনি করে গিয়েছেন৷ তবে তাতে কোনও লাভ নেই৷ বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই জারি থাকবে৷’ মালদায় দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী আগের প্রসঙ্গ তুলে আরও বলেন, ‘যখন মানিকচক, কালিয়াচকের সংখ্যালঘুরা আক্রান্ত হন, তখন কংগ্রেস নেতারা কোথায় ছিলেন? জনগণ সব বুঝে গেছেন৷ কংগ্রেস আসলে জনবিচ্ছিন্ন৷ সারাবছর মানুষের সঙ্গে কোনও যোগাযোগ থাকে না৷’ ভোট মরশুমে কংগ্রেস নেতাদের দেখা যায় বলেও এদিন তোপ দেগেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী৷ বিজেপি হঠাওয়ের ডাক দিয়ে তাঁর মন্তব্য, যদি উন্নয়ন কেউ করতে পারে, সেটা তৃণমূল৷

Advertisement

                                      [ আরও পড়ুন: গান গাওয়ার আবদার সমর্থকের, ভরা সভায় মেজাজ হারালেন শতাব্দী রায়়়]

এদিন শুভেন্দুর সভাতেও জমসমাগমের ছবিটা কংগ্রেস শিবিরে কপালে একটু হলেও ভাঁজ ফেলেছে৷ কদমবাগান মাঠ এদিনও ছিল তৃণমূল সমর্থকদের ভিড়ে ভরতি৷ গত শনিবার রাহুল গান্ধীর সভা ঘিরে ধুন্ধুমার হয়েছিল এই মাঠে৷ আর এদিন তেমন কোনও বিশৃঙ্খলাই চোখে পড়ল না৷ স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এতেই বোঝা যাচ্ছে একদা কংগ্রেসের শক্ত ঘাঁটিতে এখন আর নিয়ন্ত্রণ নেই৷ ছন্নছাড়া সংগঠন৷ বরং গত লোকসভা ভোটে এই উত্তর মালদা কেন্দ্র থেকে জয়ী সাংসদ মৌসমকে তৃণমূল শিবিরে টেনে সেখানকারই প্রার্থীপদ দেওয়া হয়েছে৷ যাতে নিজের চেনা ঘাঁটিতে জনসমর্থন পেতে বিশেষ কসরৎ করতে না হয় গনিখান পরিবারের সদস্যকে৷ তবে কংগ্রেসের অন্দরের খবর, মৌসমকে ‘বিশ্বাসঘাতক’ বলে দেগে দিয়েছেন রাহুল৷ তাই তাঁকে হারাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে দল৷ উত্তর মালদা কেন্দ্রে মৌসমকে হারানো প্রদেশ কংগ্রেসের একটা বড় চ্যালেঞ্জ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement