Advertisement
Advertisement
কমিশন

শেষ দফার ভোটের আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরাল কমিশন

অপসারিত এডিজি সিআইডি রাজীব কুমারও৷

Election Commission removed State Home Secretory Atri Bhattacharya
Published by: Tanujit Das
  • Posted:May 15, 2019 8:01 pm
  • Updated:May 15, 2019 8:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহের রোড শো ও বিদ্যাসাগর কলেজে দুষ্কৃতী হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন৷ সরানো হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং রাজ্যের এডিজি সিআইডি রাজীব কুমারকে৷ রাজ্যের মুখ্য সচিব মলয় দে’র হাতে তুলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব৷ এবং রাজীব কুমারকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

[ আরও পড়ুন: পরিকল্পনা করেই বিদ্যাসাগরে হিংসা! ভাইরাল বিজেপি নেতার ভিডিও ]

Advertisement

এছাড়া নজিরবিহীন ভাবে এই প্রথম ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার প্রয়োগ করে সমস্ত রাজনৈতিক দলের প্রচারের সময়ও কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এরাজ্যের প্রতিটি রাজনৈতিক দল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবে বলে নবির্দেশ কমিশনের৷ অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে মঙ্গলবার শহরে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়, বুধবার তাঁর নিন্দা করেছে কমিশন৷ এই ধরনের অনভিপ্রেত ঘটনা রদ করার জন্যই এই একগুচ্ছ পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর৷

[ আরও পড়ুন: ‘ক্ষমা চাইব না’, রেহাই পেয়ে সুর চড়ালেন বিজেপি যুব নেত্রী প্রিয়াঙ্কা শর্মা ]

এছাড়া বুধবার সাংবাদিক সম্মেলনে অত্রি ভট্টচার্যের বিরুদ্ধে কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কমিশনের আধিকারিকরা৷ রাজ্যের স্বরাষ্ট্রপ সচিব কমিশনের কাজে হস্তক্ষেপের করেছেন বলে অভিযোগ করেন তাঁরা৷ সেকারণেই স্বরাষ্ট্র সচিবের পদ থেকে তাঁকে অপসারিত করা হয়েছে বলে খবর৷ রাজীব কুমারের কাজকর্মের বিষয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেছে কমিশন৷ সূত্রের খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে৷ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই তাঁকে এডিজি সিআইডি পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement