Advertisement
Advertisement

Breaking News

ভোট

ভুল করে বসপার বদলে বিজেপিকে ভোট, আঙুল কাটলেন যুবক

ভাইরাল যুবকের ভিডিও৷ 

Dalit man chops off his finger after voting for BJP in UP
Published by: Monishankar Choudhury
  • Posted:April 19, 2019 11:20 am
  • Updated:April 19, 2019 11:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল করে ভোট দিয়ে ফেলেছিলেন বিজেপিকে। তাই পাপের ‘প্রায়শ্চিত্ত’ করতে নিজের আঙুলই কেটে ফেললেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর কেন্দ্রে৷ 

[ভোটের ১১ দিন আগে নিখোঁজ ইভিএমের দায়িত্বে থাকা অফিসার, থমথমে কৃষ্ণনগর]

Advertisement

শিকারপুরের আবদুল্লাপুর হুলাসান গ্রামের বাসিন্দা বছর পঁচিশের পবন কুমার। বুলন্দশহর লোকসভা কেন্দ্রের ভোটার তিনি৷ সেখানে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ ছিল বৃহস্পতিবার বা ১৮ এপ্রিল। ওই দলিত যুবক জানান, মায়াবতীর দল বসপার সমর্থক তিনি। তবে ভুল করে সপা-বসপা-আরএলডি মহাজোটের প্রার্থী যোগেশ ভার্মার বদলে তিনি বোতাম টিপে দেন বিজেপির প্রার্থী ভোলা সিংয়ের নামে। তারপর বুঝতে পারেন ভুল হয়ে গিয়েছে৷ তবে ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে৷ তাঁর ভোট জমা পরেছে পদ্ম শিবিরে৷ তবে আঙুল কামড়ে জ্বালা মেটাননি ওই যুবক৷ রাগে নিজের আঙুলই কেটে ফেলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে করে পবন লিখেছেন, ভুলের প্রায়শ্চিত্ত করতেই তিনি এই কাজ করেছেন। এদিকে, পোস্ট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। যুবকের সমর্থনে ও বিপক্ষে মত জানান নেটিজেনদের অনেকেই।  

এদিকে, নির্বাচন চলাকালীন ভোট চাওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী ভোলা সিংকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন৷ বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশে এবার বাজিমাত করতে পারে সপা-বসপা-আরএলডি মহাজোট৷ মোদি হাওয়া স্তিমিত হওয়ার ফলে বেশ কিছুটা ব্যাকফুটে বিজেপি৷ এছাড়া দলিতদের উপর গেরুয়া শিবিরের বেশ কিছু হামলায় ফের তুঙ্গে ‘জাতপাতের রাজনীতি’৷ তাই ধর্মের ভিত্তিতে মেরুকরণের রাজনীতি সেভাবে খাটবে না, তাই গতবারের তুলনায় এবার আসন সংখ্যা কমবে গেরুয়া দলটির উত্তরপ্রদেশে বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ৷                    

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement