সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই উৎকণ্ঠা নেতা মন্ত্রীদের। এক এক রাউন্ডে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে আমজনতার উত্তেজনার পারদ৷ নির্বাচন কমিশনের তরফে জয়ী ঘোষণা করার আগেই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানালেন জয়ীদের। গণনায় মসনদে ফের বিজেপির ফেরার আভাস স্পষ্ট হওয়ায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী। বললেন, ‘ফল পর্যালোচনা করে দেখা হবে।’
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, গ্রেপ্তার বিজেপি কর্মী ]
বেলা ১.৫১ নাগাদ টুইটারে মমতা লিখেছেন, “জয়ীদের অভিনন্দন। তবে সব পরাজিতই পরাজিত নন। আমাদের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। তারপর সবার সঙ্গে আমাদের মতামত শেয়ার করব। গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।” ভিভিপ্যাট স্লিপ গোনা প্রসঙ্গও টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “সম্পূর্ণ ভাবে গণনা শেষ হোক। ভিভিপ্যাট মেলানো হোক।” রাজ্যে ৪২-এ কটা কেন্দ্রে তৃণমূলের ভোটবাক্সে সিঁধ কাটবে বিজেপি, শেষ বেলায় দেখার অপেক্ষায় গোটা রাজ্য। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে গেরুয়া দলের এগিয়ে থাকার খবর মিলেছে বেলা বাড়ার সঙ্গে।
[আরও পড়ুন: ট্রেন্ডে বাজিমাতের দোরগোড়ায় দেব-নুসরত-মিমি, দিল্লি দূর মুনমুনের]
Congratulations to the winners. But all losers are not losers. We have to do a complete review and then we will share our views with you all. Let the counting process be completed fully and the VVPATs matched
— Mamata Banerjee (@MamataOfficial) May 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.