সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “গত ২৫ বছর ধরে বক্তৃতা দিচ্ছি, কিন্তু কোনও বক্তৃতাতেই সন্ত্রাসে উৎসাহ দিইনি৷” শুক্রবার স্কাইপ মারফত এক ভিডিও কনফারেন্সে এমনটাই বক্তব্য জাকির নায়েকের৷
ফ্রান্সের নিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, “নিরীহ মানুষকে হত্যা কখনই সমর্থনযোগ্য নয়৷” তাঁর বক্তব্য নানাভাবে বিকৃত করেছে একাংশের সংবাদমাধ্যম, অভিযোগ নায়েকের৷ মিডিয়ার তোলা সমস্ত অভিযোগ খারিজ করে স্বপক্ষে যুক্তি সম্বলিত একটি পেন ড্রাইভও সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
(ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত অন্তত ৮০)
হাফিজের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে জাকির আজ বলেন, “আমি জ্ঞানত কোনও জঙ্গির সঙ্গে মেলামেশা করিনি৷ কিন্তু কেউ যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তোলে তাহলে আমার কিছু করার নেই৷” কোনও ভারতীয় গোয়েন্দা সংস্থা বা পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বলেও আজ জানিয়েছেন নায়েক৷ তবে প্রয়োজনে যে কোনও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিতর্কিত এই ইসলাম প্রচারক৷
(ভারত-বাংলাদেশে বন্ধ পিস টিভির সম্প্রচার!)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.