Advertisement
Advertisement

ভারত-বাংলাদেশে বন্ধ পিস টিভির সম্প্রচার!

কোনও কেবল অপারেটর পিস টিভি সম্প্রচার করলে কঠোর শাস্তি পাবে৷

Zakir Naik's Peace TV has No Permission to Downlink: I&B Ministry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 4:58 pm
  • Updated:September 8, 2023 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের পিস টিভি সম্প্রচারের অনুমতি নেই বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ কোনও কেবল অপারেটর বেআইনি উপায়ে ওই চ্যানেল সম্প্রচার করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শনিবার জানিয়েছেন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শঙ্কর লাল৷

(জাকির নায়েকের ডানা ছাঁটতে গোয়েন্দাদের ৯ স্পেশাল টিম)

Advertisement

এ দেশে সম্প্রচারের অনুমতি রয়েছে এমন ৮৯২টি প্রাইভেট চ্যানেল তালিকা প্রকাশ করে মন্ত্রক জানিয়েছে, তালিকার বাইরে কোনও চ্যানেল সম্প্রচার করলে সংশ্লিষ্ট অপারেটরকে শাস্তি পেতে হবে৷ সূত্রের খবর, দেশের কয়েকজন স্বার্থলোভী নিষেধাজ্ঞা সত্ত্বেও পিস টিভি, হাম টিভি, কিউ টিভি, মাদানি চ্যানেলের মতো ‘নিষিদ্ধ’ চ্যানেল দেখানো বন্ধ করেননি৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শঙ্কর লাল৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের ওয়েবসাইটে জেলাওয়াড়ি নোডাল অফিসারদের নাম ও মোবাইল নম্বরের তালিকা প্রকাশ করেছে৷ দর্শকদের আবেদন জানানো হয়েছে, কোনও কেবল অপারেটর নিয়ম অমান্য করে নিষিদ্ধ চ্যানেলগুলি দেখালে ফোন তুলুন ও অভিযোগ জানান৷

(নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেন দেখা যায় জাকির নায়েকের চ্যানেল?)

অন্যদিকে, শুধু ভারতেই নয়, সন্ত্রাসবাদে তরুণদের প্ররোচিত করার অভিযোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হল বাংলাদেশেও৷ বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে৷ অ্যাসোসিয়েশনের সভাপতি মির হোসেন আখতার বলেছেন, “মন্ত্রণালয় নির্দেশ দেয়নি৷ তবে পিস টিভি নিয়ে বিতর্ক ওঠায় আমরাই আপাতত এর সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি৷” ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় পিস টিভি বন্ধ হয়ে গিয়েছে৷ বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, আজ তাঁদের একটি বৈঠক রয়েছে৷ সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷” পিস টিভির পরিচালক জাকির নায়েকের অফিস ঘেরাও করে পুলিশ৷ নায়েকের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷

(হাফিজ সঈদের ঘনিষ্ঠ জাকির নায়েক, বন্ধ পিস টিভি)

গুলশান হত্যাকাণ্ডের তদন্তে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান খান৷ গুলশান হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিরা নায়েকের কথায় উদ্বুদ্ধ হয়ে জেহাদে যোগ দেওয়ার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে৷ আসাদুজ্জামান জানান, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে৷ তাঁর বক্তৃতাগুলি উসকানিমূলক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ বাংলাদেশে কীভাবে অর্থনৈতিক সহায়তা পেতেন মুম্বইয়ের এই ইসলাম বিষয়ক গবেষক, সে বিষয়েও নজর রাখছেন গোয়েন্দারা৷ ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ‘পিস টিভি’ চ্যানেলটি ইতিমধ্যেই মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে৷ বন্ধ করা হয়েছে জাকির নায়েকের সাক্ষাৎকার বা যেকোনও রকম কথোপকথনের সম্প্রচারও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement