সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েকের বক্তব্যের সিডি খতিয়ে দেখা হচ্ছে বলে শুক্রবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সন্ত্রাস ইস্যুতে সরকার কোনও আপস করবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজনাথ বলেন, “জাকির নায়েকের বক্তব্য সংগ্রহ করা হয়েছে ও বিস্তারিত তদন্তের জন্য সংশ্লিষ্ট অধিকারিকের কাছে হস্তান্তর করা হয়েছে৷ তদন্তে কোনওরকম ঢিলেমি দেওয়া হবে না৷” তাঁর বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, জাকিরের বক্তব্যে সন্ত্রাস হামলায় প্ররোচনার ইঙ্গিত মিললে তাঁকে গ্রেফতার করতে দেরি করবে না পুলিশ৷ ঢাকা হামলার প্রেক্ষিতে ভারত সম্পর্কে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে কোনও ভুল বার্তা না যায় সে বিষয়ে রীতিমতো সতর্ক নরেন্দ্র মোদি সরকার৷ অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করার বিষয়ে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে সংবাদসংস্থা এএনআই সূত্রে৷
বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, জাকির নায়েকের বক্তব্য শুনেই অনুপ্রাণিত হয়েছিল পাঁচ সন্ত্রাসবাদীর মধ্যে অন্যতম রোহন ইমতিয়াজ৷ এমনকী, এই ভারতীয় ইসলাম প্রচারকের বিতর্কিত বক্তব্য বুধবার দিনভর চলতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যমে৷ সেখানে দেখা যায় পিস টিভির অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি বলছেন, “সব মুসলিমেরই উচিত সন্ত্রাসবাদী হয়ে ওঠা৷” ঢাকা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্মকথা প্রচারকারী পিস টিভি-র অনুষ্ঠানে প্ররোচনামূলক বক্তব্যের জন্য বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষের মধ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেন জাকির৷ মুম্বইয়ের বাসিন্দা এই ভারতীয় চিকিৎসক তথা ধর্ম প্রচারক নর্থব্লকের নজরে না এলেও ইতিমধ্যেই তাঁর দেশে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন, কানাডা এবং মালয়েশিয়া৷
এদিকে, জাকিরের বিরুদ্ধে বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে নয়াদিল্লি যে তদন্ত শুরু করেছে তা গতকালই স্পষ্ট করে দিয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুও৷ তিনি বলেছেন, “বাংলাদেশের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্রক৷” মুম্বইয়ের ডংরিতে জাকিরের হাতে গড়া সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের দিনভর জেরা করেছে মুম্বই পুলিশ৷ সংস্থার তরফে দাবি, এখন তীর্থযাত্রা করতে সৌদি আরবে আছেন জাকির নায়েক৷ ১১ জুলাই দেশে ফিরে পরদিনই চলতি বিতর্ক নিয়ে জবাব দিতে তিনি নাকি একটি সাংবাদিক বৈঠক করবেন৷ এ জন্য মুম্বইয়ের একটি পি আর এজেন্সিকে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ইতিমধ্যেই নিয়োগ করেছে বলে খবর৷ অন্যদিকে, জাকিরের ভাষণ তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে ফড়ণবিস সরকার৷ সবমিলিয়ে নায়েকের গ্রেফতার হওয়ার সম্ভাবনা আরও জোরাল হল বলেই মনে করা হচ্ছে৷ জাকিরের গ্রেফতারি চেয়ে আজও দেশ জুড়ে একাধিক সংগঠন বিক্ষোভ দেখিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.