Advertisement
Advertisement

Breaking News

আগামী জুলাইতেই গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ উঠবে নবান্নে

জলের ২৬ মিটার নিচ দিয়ে তৈরি হবে টানেল৷ দুটি সুড়ঙ্গ হচ্ছে আপ এবং ডাউন লাইনের জন্য৷

Work For Underwater Metro Will Start In January Next Year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 10:09 am
  • Updated:August 19, 2016 11:09 am  

স্টাফ রিপোর্টার: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ৷ আগামী বছরের জানুয়ারি মাসেই এই কাজ শুরুর সম্ভাবনা৷ গঙ্গার নিচ দিয়ে ঢুকবে টানেল বোরিং মেশিন বা টিবিএম৷ জুলাই মাসের মধ্যেই সেই মেশিন নিয়ে গঙ্গার নিচের অংশের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
মেট্রোসূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কাজ গতি পেলেও নানা জটিলতায় থমকে দ্বিতীয় পর্যায়ের কাজ৷ হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত কাজও যাতে দ্রুত এগোয় তাই সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরেও দেখেন মেট্রোর জেনারেল ম্যানেজার তথা কেএমআরসিএলের চেয়ারম্যান এ কে চৌহান৷ আর তার পরই কাজে গতি আনতে সচেষ্ট হওয়ার কথা বলেন তিনি৷ যদিও এখনও বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র না আসায় কাজ এগোনা যাচ্ছে না৷
তবে গঙ্গার নিচের অংশের কাজ দ্রুত শেষ করতে চাইছে কর্তৃপক্ষ৷ হাওড়া ময়দান থেকে গঙ্গার আগে পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হতে চলতি বছরের ডিসেম্বর মাস হয়ে যাবে৷ আর তার পরই শুরু হবে গঙ্গার তলায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ৷ জলের ২৬ মিটার নিচ দিয়ে তৈরি হবে টানেল৷ দুটি সুড়ঙ্গ হচ্ছে আপ এবং ডাউন লাইনের জন্য৷ গঙ্গার এক পার থেকে অন্য পারের দূরত্ব ১১০০ মিটার৷ অর্থাত্‍ দুটি টানেলের জন্য মোট ২২০০ মিটার কাজ হবে৷ আগামী বছরের জুলাই মাসের মধ্যে গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ এসে মহাকরণের সামনে দিয়ে ওঠার কথা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement