Advertisement
Advertisement

Breaking News

ফসল খেয়েছে গরু, মহিলার আঙুল কাটল প্রতিবেশী!

অভিযোগ উঠেছে বিবস্ত্র করে মারধর করারও৷

Woman’s Fingers Chopped Off In West Bengal After Her Cattle Enters Neighbour’s Field
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 12:22 pm
  • Updated:July 18, 2016 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রতিবেশীর ফসল খেয়ে নিয়েছিল গরু৷ এর জেরে মহিলার আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল মালদহের বৈষ্ণবনগর এলাকায়৷ অভিযোগ উঠেছে বিবস্ত্র করে মারধর করারও৷ শনিবার রাতের এই ঘটনায় গুরুতর জখম মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ জানা গিয়েছে, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মহিলার ছেলেও৷

স্থানীয়দের কথা অনুযায়ী,  শনিবার দুপুরে মুন্নাটোলা গ্রামের বাসিন্দা সায়েফা বিবি তাঁর প্রতিবেশী হারুণ শেখের জমির পাশে গরু বেঁধেছিলেন৷ গরুটি দড়ি ছিঁড়ে হারুণের জমিতে ঢুকে ফসল খেতে শুরু করে৷ হারুণ গরুটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসে৷ পরে সায়েফা খবর পেয়ে গরু ফিরিয়ে আনতে গেলে, হারুণ ফসলের ক্ষতিপূরণ দাবি করে৷ এই নিয়ে দুই পক্ষের বচসা বাধলে গ্রামবাসীরা তখনকার মতো তা মিটিয়ে দেন৷ গরু নিয়ে বাড়ি ফিরে যান সায়েফা৷

Advertisement

অভিযোগ, এর পরেই শনিবার রাতে কয়েক জনকে নিয়ে সায়েফার বাড়িতে চড়াও হয় হারুণ ও তার দলবল৷ সায়েফাকে মারধর করা হয় ও বাঁ হাতের দুটো আঙুলও কেটে নেওয়া হয়৷ মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সায়েফার ছেলে ইকবালও৷ গ্রামবাসীদের আসতে দেখে পালিয়ে যায় হারুণ ও তার দলবল৷ আহতদের প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে,  সেখান থেকে মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়৷

হারুণ সহ সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ সায়েফাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে৷ যদিও এই অভিযোগের কোনও উল্লেখ এফআইআর-এ নেই৷ সায়েফার তরফেও কিছু জানানো হয়নি৷ মূল অভিযুক্ত হারুন শেখকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদেরও খোঁজ চলছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement