Advertisement
Advertisement

নিউ দিঘায় ঝাউবনে উদ্ধার যুবতীর রক্তাক্ত দেহ

ধর্ষণ করে খুন করা হয়েছে, অনুমান পুলিশের৷

Woman’s dead body found at New Digha
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 3:01 pm
  • Updated:August 20, 2016 3:01 pm  

স্টাফ রিপোর্টার, কাঁথি: অজ্ঞাতপরিচয় এক যুবতীর মৃতদেহ উদ্ধার হল নিউ দিঘার ঝাউবনে৷ ধর্ষণ করে ওই যুবতীকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের৷ পুলিশ অবশ্য জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি স্পষ্ট হবে৷ মৃতদেহের গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল৷ মুখে আঁচড়ের দাগ৷ পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে মৃতদেহটি এই ঝাউবনে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে৷

শনিবার সকালে মাইতি ঘাটের কাছে ওই ঝাউবনে প্রাতঃকৃত্য করতে যান স্থানীয় এক বাসিন্দা৷ তিনিই মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন দিঘা থানায়৷ মৃতদেহটি উপুড় হয়ে ঝাউবনে পড়ে ছিল৷ গলায় ওড়নার ফাঁস লাগানো৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতের পরনে ছিল সালোয়ার কামিজ৷

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি যেখানে পড়ে ছিল সংলগ্ন জায়গায় তেমন কোনও প্রমাণ প্রাথমিকভাবে নজরে আসেনি৷ তা থেকেই পুলিশ অনুমান করছে অন্য কোথাও ওই যুবতীকে খুন করে এখানে ফেলে রাখা হয়েছে৷ তবে স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে পরে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ওই যুবতীকে৷ মৃত যুবতীর পরিচয় জানতে পূর্ব মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন থানায় যোগাযোগ করছে পুলিশ৷ পরিচয় জানতে খোঁজ চলছে বিভিন্ন হোটেল, লজগুলিতেও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement