Advertisement
Advertisement

পার্ক স্ট্রিট এলাকায় মহিলার রহস্যমৃত্যু

মহিলার গলায় কালশিটে দাগ থেকে খুন বলে অনুমান পুলিশের৷

Woman dead body found at Park Street
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 3:59 pm
  • Updated:August 13, 2016 4:01 pm  

স্টাফ রিপোর্টার: খাস কলকাতা থেকে উদ্ধার হল মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ৷ শনিবার সকালে আলিমুদ্দিনের কাছে এজেসি বোস রোড ও রিপন স্ট্রিটের সংযোগস্থলের একটি হোটেলের সামনের ফুটপাত থেকে উদ্ধার হয় দেহটি৷ ঘটনাটি পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা হওয়ায় উত্তেজনা ছড়ায়৷ তদন্তে নেমেছে পুলিশ৷

এদিন সকালে স্থানীয়রা ওই মহিলাকে পড়ে থাকতে দেখতে পান৷ এর পর তাঁরাই বিষয়টি জানান পার্ক স্ট্রিট থানার পুলিশকে৷ ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশ দেখতে পায়, ওই মহিলার শরীরের বাইরে তেমন কোনও আঘাতের চিহ্ন না থাকলেও তার গলায় একটি কালশিটে দাগ রয়েছে৷

Advertisement

খুন সন্দেহ হওয়াতেই খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদের৷ গোয়েন্দারা এসে মৃতদেহ পরীক্ষা করার পাশাপাশি আশপাশ থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করেন৷ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করলেও গোয়েন্দাদের আনুমান, অন্যত্র খুন করে ওই মহিলাকে ফুটপাতে কেউ ফেলে রেখে গিয়েছে৷ ঘটনাস্থলের কাছে থাকা বিভিন্ন সংস্থার সিসিটিভি ও হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement