Advertisement
Advertisement

Breaking News

বন্দুক দেখিয়ে সল্টলেকে ভিনরাজ্যের তরুণীকে ধর্ষণ

বিধাননগর উত্তর থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে পলাতক যুবকের সন্ধানে তদন্তে নামল পুলিশ৷

Woman alleged of rape in gunpoint at saltlake
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 12, 2016 5:06 pm
  • Updated:August 12, 2016 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকের এক গেস্ট হাউসে ভিনরাজ্যের এক তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল৷ বিধাননগর উত্তর থানায় দায়ের অভিযোগের ভিত্তিতে পলাতক যুবকের সন্ধানে তদন্তে নামল পুলিশ৷

পুলিশ সূত্রের খবর, ওই তরুণী ঝাড়খণ্ড থেকে এসেছিলেন কলকাতায়৷ এখানেই কোনওভাবে আলাপ হয় ওই যুবকের সঙ্গে৷ ওই যুবকের ডাকেই সল্টলেকের এক গেস্ট হাউসে যান তিনি৷ সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এনেছেন ওই তরুণী৷ তাঁর বয়ান অনুযায়ী, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র দেখিয়ে জোর করে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয়৷ এই মর্মে অভিযোগ বিধানগর উত্তর থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন তিনি৷ তাঁর অভিযোগ, নির্যাতন চালানোর পর  এক আইল্যান্ডের সামনে তাঁকে নামিয়ে দিয়ে চলে যায় ওই যুবক৷ অভিযোগ পেয়ে ওই গেস্ট হাউস এবং রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ তবে এখনও অভিযুক্ত যুবক ফেরার বলেই জানা যাচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement