স্টাফ রিপোর্টার: দলকে বিড়ম্বনায় ফেলেই পাবলিক অ্যাকাউণ্টস কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করলেন কংগ্রেস নেতা মানস ভুঁইয়া৷ মঙ্গলবার বিধানসভায় পিএ কমিটির প্রথম বৈঠকে প্রত্যাশা মতোই গরহাজির রইলেন বাকি কংগ্রেস ও বাম সদস্যরা৷ মোট ২০ জনের কমিটিতে তৃণমূলের সদস্য সংখ্যা ১৩৷ কংগ্রেসের মোট সদস্য রয়েছেন চারজন৷ বামেদের সদস্য সংখ্যা তিন৷ কংগ্রেসের মধ্যে শুধু সবংয়ের প্রবীণ বিধায়ক মানসবাবুই হাজির ছিলেন৷ প্রথা মেনে এদিনের বৈঠক ছিল সৌজন্যের৷ পরের বৈঠক থেকে নির্দিষ্ট কর্মসূচি মেনে চলা হবে৷
তবে আগামী শুক্রবারের মধ্যে মানস ভুঁইয়াকে কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে বলেছে প্রদেশ কংগ্রেস৷ যদিও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানসবাবু অনড়৷ শুক্রবারই দিল্লির নেতা সিপি যোশী কলকাতায় থাকবেন৷ মূলত মানস ভুঁইয়াকে নিয়েই বৈঠকে আলোচনা হবে৷ সেক্ষেত্রে শুক্রবারের মধ্যে কমিটির চেয়ারম্যানের পদ না ছাড়লে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে মানসবাবুকে৷ তবে গতকালই পিএ কমিটি নিয়ে যাবতীয় বিতর্কের দায় আবারও দলনেতা আবদুল মান্নানের ঘাড়ে ঠেলেন মানস ভুঁইয়া৷ এর মধ্যেই খবর, মানসকে অবিলম্বে সাত দিনের মধ্যে এই পদ ছাড়তে নির্দেশ দিয়েছে এআইসিসি৷ অন্যথায় তাঁকে সাসপেন্ড করা হবে বলে সূত্রে খবর৷
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কংগ্রেস পরিষদীয় দল মানসের সঙ্গে সংঘাত বজায় রাখার সাহস দেখাতে পারছে এআইসিসির এই বার্তা মেলার পরই৷ সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য ও আরএসপির বিশ্বনাথ চৌধুরি এই কমিটির বাম-সদস্য৷ সুজন জানিয়েছিলেন, তিনি ও অশোকবাবু রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক থাকায় পিএ কমিটির বৈঠকে থাকতে পারছেন না৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “অধ্যক্ষের নির্দেশ মেনে প্রথম থেকেই আমরা এই কমিটিতে মানসবাবুকে সহযোগিতার কথা বলে এসেছি৷ মঙ্গলবারের বৈঠকে কমিটিতে আমাদের দলের সব বিধায়কই থাকবেন৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.