Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শহরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’!

রাখিবন্ধনের দিন শিয়ালদহ-মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত বর্ণাঢ্য মিছিল দেখবে কলকাতা৷

Will CM walk for Safe drive, save life slogan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 15, 2016 1:00 pm
  • Updated:June 23, 2022 6:47 pm  

রাহুল চক্রবর্তী: রাখিবন্ধনের দিনকে সামনে রেখে অভিনব কর্মসূচি রাজ্য সরকারের৷ ওইদিন শিয়ালদহ-মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত বর্ণাঢ্য মিছিল দেখবে কলকাতা৷ মিছিলের স্লোগান ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷ এখনও পর্যন্ত যা খবর, সামাজিক সচেতনতামূলক এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

যেভাবে ‘কন্যাশ্রী’কে মুখ্যমন্ত্রী আন্দোলনের রূপ দিয়েছেন, তেমনই রাজ্যবাসীকে দুর্ঘটনা থেকে মুক্ত করতে এবারের কর্মসূচি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’৷ ঐতিহাসিক রাখিবন্ধনের দিনটিকে এই সামাজিক কর্মকাণ্ডের জন্য বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গোটা কর্মসূচি পরিচালনা করছে কলকাতা পুলিশ৷

Advertisement

বস্তুত, রাজ্যে সড়ক দুর্ঘটনা ঠেকাতে তৎপর হয়েছে রাজ্য সরকার৷ স্বয়ং মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছেন৷ এরমধ্যে যেমন, হেলমেট ছাড়া বাইক চলাচল রাজ্যে নিষিদ্ধ হয়েছে৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী স্লোগান, ‘সাবধানে চালাও৷ জীবন বাঁচাও’৷

ইতিমধ্যে জেলাগুলিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ জেলা সফরে গিয়ে সমস্ত কিছুর তদারকি করছেন মমতা৷ প্রশাসনিক বৈঠকগুলিতে তিনি জেলা প্রশাসনকে স্পষ্ট বলে দিচ্ছেন, মানুষের জীবনের দাম অনেক৷ একটু সতর্ক হলেই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়৷ মানুষকে যেমন সচেতন হতে হবে৷ তেমনই প্রশাসনকেও কঠোর ভূমিকা নিতে হবে৷ মুখ্যমন্ত্রীর এই দাওয়াইতে ইতিমধ্যে ফল পাওয়া গিয়েছে৷ রাজ্যে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করছে৷

ইতিমধ্যেই শহরে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির কাজ শুরু করে দিয়েছে প্রশাসন৷ কলকাতায় এই কর্মসূচি বাড়তি গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement