সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে বেশ কয়েকটা সিঁড়ির ছবি৷ তার কয়েকটা শান বাঁধানো৷ কয়েকটা আবার বাঁধানো হয়েও ভাঙাচোরা৷ রায়গড় দুর্গের এই সিঁড়িগুলির ছবিই ব্যপক হারে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ সেই সঙ্গে এই ছবিকে বলা হচ্ছে ‘ট্র্যাজেডি অফ ইন্ডিয়া’ও৷ কিন্তু কেন? দেশের এই দুর্গের ছবি, তাও আবার যে দুর্গ নির্মাণ করেছিলেন স্বয়ং ছত্রপতি শিবাজি, সেটির সম্পর্কে কেন বলা হচ্ছে এ ধরনের কথা?
এই রায়গড় দুর্গ তৈরি করেছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ৷ মারাঠা সাম্রাজ্যের অধিপতি হিসেবে এ দুর্গ থেকেই প্রশাসনিক কাজকর্ম চালাতেন তিনি৷ এহেন ঐতিহ্যবাহী দুর্গ দেশের ‘ট্র্যাজেডি’ হতে পারে না৷ কিন্তু আখেরে যেন তাই হয়ে দাঁড়িয়েছে৷ দুর্গের কিছু অংশের বাড়তি সংযোজন করেছিল মহারাষ্ট্র সরকার৷ ২০১৩ সালে তৈরি সেই সিঁড়িগুলো ইতিমধ্যেই ভেঙে গিয়েছে, জায়গায় জায়গায় খসে পড়েছে পলেস্তরা৷ প্রশাসনিক দুর্বলতাকে যেন ভেংচি কেটেই দাঁত বের করে আছে ইটেরা৷ আর এই ভগ্নদশাই ‘ট্র্যাজেডি অফ ইন্ডিয়া’ বলে ছড়িয়ে পড়েছে৷ বলা হচ্ছে, সেই ১৬৫৬ সালে (মতান্তরে ১৬৭৪) যে শিবাজি দুর্গের অংশ তৈরি করেছিলেন তা আজও অটুট৷ প্রশ্ন উঠছে, মাত্র বছর তিনেক আগে সরকারের তৈরি অংশ কীভাবে ভেঙে পড়ল তা নিয়ে৷ প্রশাসনিক কাজ যে কতটা দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে করা হয়, তার প্রমাণ হিসেবেই যেন ছড়িয়ে পড়েছে ছবিটি৷
কয়েক হাজার মানুষ লাইক করেছেন সে ছবি৷ শেয়ার করেছেন বহু মানুষ৷ ইতিমধ্যেই এ ছবি ভাইরাল নেটদুনিয়ায়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.