Advertisement
Advertisement

কেন্দ্রের গড়িমসিতেই অপ্রকাশিত নেতাজির অন্তর্ধান সম্পর্কিত বই!

বই প্রকাশের দাবি জানিয়ে সুখেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন৷

Why Book on Netaji is not published, ask Tmc
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 12:11 pm
  • Updated:July 20, 2016 12:19 pm  

স্টাফ রিপোর্টার: নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে তথ্য সম্বলিত বইপ্রকাশের দাবিতে সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্যসচেতক ও সহকারী নেতা সুখেন্দুশেখর রায়৷  ১৯৪৯-৫০ সালে ভারত সরকারের পক্ষ থেকে ‘এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ১৯৪২-৪৫’ নামক গ্রন্থটি সংকলিত করার পরও নানান জটিলতায় বইটি আজ পর্যন্ত প্রকাশিত হয়নি৷ বইটি কবে প্রকাশিত হবে জানতে চান তিনি৷ শুধু রাজ্যসভায় নয়, বই প্রকাশের দাবি জানিয়ে সুখেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন৷

সূত্রের খবর, বইটির ১৮৬ থেকে ১৯১ পাতায় নেতাজির অন্তর্ধান নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে এই তথ্যকে নস্যাৎ করে৷ সুখেন্দুবাবুর প্রশ্নের উত্তরে বিষয়টি বিচারাধীন রয়েছে, সেই কারণে বইটি প্রকাশের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে৷

Advertisement

পরে এ প্রসঙ্গে সুখেন্দুবাবু বলেন, “বইটি  প্রকাশ না করার বিষয়ে অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছে৷ কেন্দ্র সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল৷ তারা সেটি তুলে নিলেই সমস্যা মিটে যায়৷ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি৷ বিগত কংগ্রেস সরকারের থেকে এই সরকারের নীতিগত অবস্থান আলাদা৷ তারা যখন নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করছে তাহলে বইটি প্রকাশ করার ক্ষেত্রে অসুবিধা থাকার কথা নয়৷”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement