Advertisement
Advertisement

Breaking News

সাইকেল ভ্রমণে ভাইজান, ব্যস্ত রাস্তায় দুর্ভোগে আম আদমি

আর ভাইজান যখন রাস্তাজুড়ে সাইকেল চালাচ্ছেন তখন পথ ঘেষে গাড়িগুলি একে একে বেরিয়ে যাচ্ছিল, সহ-পথিক যে সল্লু ভাই তা যেন খেয়ালই করছিলেন না কেউ!

When Salman Khan cycles, other vehicles are asked to make way
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 5:18 pm
  • Updated:August 16, 2016 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন সকালবেলায় ব্যস্ত রাস্তায় সাইকেল চালালেন ভাইজান৷ মাঝেমধ্যেই তাঁর এমন ইচ্ছে হয়৷ আর সোমবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীন ভাবে সাইকেল চালাবার ইচ্ছা হয়েছিল তাঁর৷ বান্দ্রা থেকে ওর্লির রাস্তায় হঠাৎ সাইকেল চালানোর ঘটনায় বেশ বিপাকে পড়লেন আম আদমি৷ কারণ বলিউডের হার্টথ্রব যখন রাস্তায় সাইকেল চালাচ্ছেন তাঁকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না! তাই তাঁর সাইকেলের পাশাপাশি বাইক এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁরই নিরাপত্তারক্ষীরা৷

ভাইজানের কাছে যাতে কোনও সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন তাঁরা৷ নানা চেষ্টার মাধ্যমে তাঁরা পথ চলতি গাড়িগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন৷

Advertisement

আর ভাইজান যখন রাস্তাজুড়ে সাইকেল চালাচ্ছেন তখন পথ ঘেষে গাড়িগুলি একে একে বেরিয়ে যাচ্ছিল, সহ-পথিক যে সল্লু ভাই তা যেন খেয়ালই করছিলেন না কেউ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement