দেবাশিস সেন, জামাইকা: সুদূর জামাইকায় টিম ইন্ডিয়ার ধামাকেদার পারফরম্যান্সের কিছুটা কৃতিত্ব কি কলকাতায় বসে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্য? হয়তো হ্যাঁ৷ ভাবছেন তো? দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ক্যারিবিয়ান দলকে কুপোকাত করে দিল বিরাটবাহিনী৷ আর কৃতিত্ব সৌরভকে! কেন? কারণ আছে৷ ভারতের কোচ হিসেবে অনিল কুম্বলেকে বেছে নিয়ে ছিলেন তিন ভারতীয় কিংবদন্তি সৌরভ, শচীন ও ভিভিএস লক্ষ্মণই৷ যার জন্য রবি শাস্ত্রীর রোষের মুখেও পড়তে হয়েছিল দাদাকে৷ ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, জাম্বোর তত্ত্বাবধানেই নতুন করে জ্বলে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন৷ এমনকী শনিবার পাঁচটি উইকেট ঝুলিতে ভরে কুম্বলের রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি৷
সাবাইনা পার্কে প্রথম দিন তখন খেলা ঘণ্টা তিনেকও গড়ায়নি৷ তারই মধ্যে ক্যারিবিয়ানদের যাবতীয় জারিজুরি শেষ করে দিলেন ভারতীয় অফস্পিনার৷ ৫২ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন অশ্বিন৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টানা তিনটি টেস্টে পাঁচটি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি৷ এর আগে ভাগবত চন্দ্রশেখর ও কুম্বলে এই কৃতিত্বের মালিক ছিলেন৷ অ্যান্টিগার দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সামনে পড়ে নাকানি-চোবানি খেয়েছিলেন হোল্ডাররা৷ ৮৩ রানে সাত উইকেট তুলে দলকে বড়সড় জয় এনে দিয়েছিলেন তিনি৷ তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেট পকেটে পুরেছিলেন অশ্বিন৷ “দেখতে যতটা সহজ মনে হয়েছে, উইকেটগুলো তুলে নেওয়া ততটাও সহজ ছিল না৷ শেষ দু’টো ইনিংস আমার ভালই গেল৷ এটা ভেবেই ভাল লাগছে,” সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অফস্পিনার৷
ভারতীয় পারফরম্যান্সে অ্যান্টিগারই অ্যাকশন রিপ্লে দেখা গেল৷ সামি (২), ইশান্তের (২) দাপটে ১৯৬ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস৷ জবাবে প্রথম দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে তুলল ১২৬৷ প্রথম দিনই প্রাক্তনদের নজর কাড়লেন মুরলী বিজয়ের পরিবর্তে দলে সুযোগ পাওয়া লোকেশ রাহুল৷ ৭৫ রান করে ক্রিজে রয়েছেন তিনি৷ তবে ২৭ রানে ফিরে যান ধাওয়ান৷ রাহুলের সঙ্গে ক্রিজে রয়েছেন পূজারা (18)৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.