Advertisement
Advertisement

বক্সাতে তৈরি হচ্ছে রাজ্যের চতুর্থ রোপওয়ে

সান্তলাবাড়ি থেকে বক্সা কোর্ট পর্যন্ত রাস্তারও আমূল সংস্কার ও বক্সা কোর্টের ঠিক পাশেই পর্যটকদের থাকার জন্য আধুনিক লজ নির্মাণ হবে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 16, 2016 9:57 am
  • Updated:August 16, 2016 9:57 am  

অম্লানজ্যোতি ঘোষ: অযোধ্যা, মুকুটমণিপুর, দার্জিলিং পাহাড়ের পর এবার রাজ্যের চতুর্থ রোপওয়ে তৈরি হতে চলেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বক্সাতে৷ শুধু তাই নয়, কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের সান্তলাবাড়ি থেকে বক্সা কোর্ট পর্যন্ত রাস্তারও আমূল সংস্কার ও বক্সা কোর্টের ঠিক পাশেই পর্যটকদের থাকার জন্য আধুনিক লজ নির্মাণ হবে৷ এ কথা জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷
৭০তম স্বাধীনতা দিবসে জেলার সান্তলাবাড়িতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব৷ হেঁটে বক্সা কোর্টে যাওয়ার কথা থাকলেও এদিন সান্তলাবাড়ি থেকে ২ কিমি উপরে ভিউ পয়েন্টের কাছ থেকেই ফিরে আসেন মন্ত্রী৷ বলেন, রোপওয়ে তৈরির প্রাথমিক পরিকল্পনা হয়ে গিয়েছে৷ চূড়ান্ত নকশা তৈরির পর অর্থবরাদ্দ হয়ে গেলেই দুর্গাপুজোর পর থেকে কাজ শুরু হবে৷ দুর্গাপুজোর আগে তাই আরও একবার তিনি বক্সাতে আসবেন৷

baksa1_web
বক্সার পথে সান্তালবাড়িতে মন্ত্রী গৌতম দেব৷ পাশে বিধায়ক সৌরভ চক্রবর্তী৷ ছবি: শীলা দাস।

শুধু রোপওয়ে নয়, সান্তলাবাড়ি থেকে বক্সা কোর্ট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তারও আমূল সংস্কার হবে৷ গৌতম দেব বলেন, অযোধ্যা পাহাড়ে যেভাবে কংক্রিটের ব্লক তৈরি করে টানা রাস্তা তৈরি হচ্ছে, বক্সা কোর্টে যাওয়ার দুর্গম রাস্তাও সেভাবে তৈরি করা যেতে পারে৷ বর্তমানে রাস্তা তৈরির অনেক আধুনিক পদ্ধতি রয়েছে৷ বাস্তুকারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হবে৷ রোপওয়ে তৈরি হলে বক্সা পাহাড়ের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ১৪টি গ্রামের মানুষও যেমন উপকৃত হবেন, তেমনি সান্তলাবাড়ি থেকে পর্যটকরা সহজে পৌঁছে যেতে পারবেন ঐতিহাসিক বক্সা কোর্টে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement