সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকার রেস্তোরাঁয় জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবার তিনি বলেন, “পবিত্র রমজান চলাকালীন যারা মানুষের উপর হামলা চালায় তারা আর যাই হোক, মুসলিম হতে পারে না৷ সন্ত্রাস প্রতিরোধে আমরা দৃঢ়প্রতিজ্ঞ৷ ভবিষ্যতে এ দেশে যাতে এমন কোনও ঘটনা না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে৷” সেনাবাহিনীর অনুমান, কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে থাকতে পারে আশেপাশের এলাকায়৷ তাদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে৷ জঙ্গিদের হামলায় ২ পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে, আহত ৩০ জন৷
শুক্রবার ঢাকার অভিজাত গুলশন এলাকার রেস্তোরাঁয় ঢুকে সশস্ত্র আইএস জঙ্গিরা দেশি-বিদেশি অতিথিদের পণবন্দি করে৷ গতকাল রাতের জঙ্গি হামলার প্রায় ১২ ঘণ্টা পর আজ সকাল ৭.৪৫ মিনিট নাগাদ একযোগে জঙ্গি নিধন অপারেশন চালায় বাংলাদেশ কম্যান্ডা বাহিনী, সেনা, নৌ সেনা, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। ২০ মিনিটের অপারেশন শেষে ১৩ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে৷ ৬ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে খবর রয়টার্স সূত্রে৷ এক জঙ্গিকে জীবিত গ্রেফতার করা গিয়েছে৷ যাঁদের উদ্ধার করা গিয়েছে তাঁদের মধ্যে একজন জাপান ও দুজন শ্রীলঙ্কার নাগরিক বলে জানিয়েছেন র্যাব-এর কর্নেল মাসুদ৷ অন্যদিকে হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গিদের দাবি, তারা অন্তত ২০ জনকে হত্যা করেছে৷ ঢাকার পরিস্থিতির উপর করা নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.