সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে ভারত-পাক সীমান্তে বেড়ে চলা সমস্যার মধ্যেও শান্তি এবং সম্প্রীতির বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শুক্রবার বেঙ্গালুরুতে এক বক্তৃতায় মন্ত্রী জানালেন, পাক নাগরিকদের অপছন্দ করেন না তিনি৷ বরং সেদেশে ক্রমাগত বেড়ে চলা সন্ত্রাসবাদকে ঘৃণার চোখে দেখেন৷
বক্তৃতায় মন্ত্রী বলেন, “প্রতিবেশী দেশ পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদের আখড়া হয়ে উঠছে৷ এই পরিস্থিতিতে পাক প্রশাসন যদি এই সমস্যার সমাধান খুঁজে বের করতে না পারে, তবে প্রতিবেশী দেশকে সবরকম সাহায্য করতে প্রস্তুত ভারত৷ সেদেশের সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারত প্রস্তুত৷ কিন্তু প্রতিবারই ভারতের এই সৌজন্যবোধের অপব্যবহার করে পাকিস্তান৷ বন্ধুত্বের নামে হামলা করে৷”
এতেই থেমে যাননি স্বরাষ্ট্রমন্ত্রী৷ সন্ত্রাস দমন সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছেন, পাকিস্তানের সন্ত্রাসপোষণ তাদের গোটা পৃথিবী থেকে ছিন্ন করে দিচ্ছে এবং এর ফলে রাষ্ট্রের ভাবমূর্তি গভীরভাবে নষ্ট হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.