Advertisement
Advertisement

কাশ্মীরের ‘আজাদি’কে স্বাধীনতা দিবস উৎসর্গ পাকিস্তানের

পাকিস্তান হামেশাই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছে৷ উক্তি আবদুল বসিতের৷

We dedicate Independence Day to Kashmir’s freedom: Pak high commissioner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 1:39 pm
  • Updated:August 14, 2016 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসেও কাশ্মীর প্রসঙ্গ তুলে এনে বিতর্ক বাড়িয়েই চলেছে পাকিস্তান৷ একদিকে জম্মুর পুঞ্চ সীমান্তে গুলিবর্ষণ করছে পাক সেনা, অন্যদিকে শনিবার পাকিস্তানের ৭০তম ‘জশন-এ-আজাদি’কে কাশ্মীরের স্বাধীনতাকে উৎসর্গ করলেন দিল্লির পাক হাই কমিশনার আবদুল বসিত৷

এদিন বসিত বলেন, পাকিস্তান হামেশাই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছে৷ আর জম্মু-কাশ্মীরের স্বাধীনতার লড়াইয়ে পাকিস্তান হামেশাই মরাল সাপোর্ট দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে৷ কাশ্মীরের মানুষের লড়াই বিফলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি৷

Advertisement

প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই কাশ্মীর ইস্যুতে বিতর্ক বাড়িয়ে চলেছে পাকিস্তান৷ আর এর জন্য স্বাধীনতা দিবসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে প্রতিবেশী রাষ্ট্র৷ ক’দিন আগে ১৪ আগস্টকে কাশ্মীরের ‘আজাদি’র লড়াইয়ের প্রতি উৎসর্গ করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও৷

তবে শুক্রবারের সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দেন, “পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই৷ পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আজাদ কাশ্মীরের প্রবাসীদের সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত৷” টানা চার ঘণ্টার বৈঠকের শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও সমঝোতা করব না৷ কিন্তু আমরা জন্মু ও কাশ্মীরের জনগণের আস্থা অর্জন করবই৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement