Advertisement
Advertisement

প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দ্বিশতরানের রেকর্ড বিরাটের

ক্রিকেটের কৌলিন্যে ওয়েস্ট ইন্ডিজে একটা অন্য জায়গা রয়েছে৷ জেসন হোল্ডারের টিম হয়তো ততটা ধারালো নয়৷ সাত অথবা নয়ের দশকের সঙ্গে হয়তো তুলনা চলে না৷

virat kohli's first test double ton against west indies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2016 9:50 am
  • Updated:July 23, 2016 11:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্টিগায় ইতিহাস৷ অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ডবল সেঞ্চুরি৷ বিদেশের মাটিতে এর আগে আর কোনও ভারত অধিনায়কের এই কৃতিত্ব নেই৷

ক্রিকেটের কৌলিন্যে ওয়েস্ট ইন্ডিজে একটা অন্য জায়গা রয়েছে৷ জেসন হোল্ডারের টিম হয়তো ততটা ধারালো নয়৷ সাত অথবা নয়ের দশকের সঙ্গে হয়তো তুলনা চলে না৷ তবু ঐতিহ্যে এখনও বিশ্ব ক্রিকেটে একটা আলাদা স্থান রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের৷ সেখানে কোনও এক ভারতীয় ক্রিকেট অধিনায়কের ‘বিরাট’ হয়ে ওঠাটা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা৷

Advertisement

VIRAT_WEB

ক্রিকেটার বিরাট কোহলির মুকুটে যোগ হল আরওল একটি পালক৷ ১১৩ ওভারে ১৯৩ করে দাঁড়িয়ে ছিলেন বিরাট৷ ডবলের লক্ষ্যে পৌঁছতে তাঁর ছটফটানি হঠাৎই বেড়ে যায়৷ সেটাই স্বাভাবিক৷ কারণ, এর আগের ১১টি সেঞ্চুরিতে তিনি এতদূর আসতে পারেননি৷ সেই ছটফটানি তাঁকে দাঁড় করাল ১৯৮-তে৷ সেখান থেকে একটা সিঙ্গল৷ তারপর চেসকে অনের দিকে ঠেলে ২০০৷ ওয়াংখেড়েতে শচীন তেণ্ডুলকরের অবসরের দিনে বাইশ গজের পিচে যেভাবে মাস্টারকে দেখা গিয়েছিল, সেভাবেই বিরাটকে পাওয়া গেল৷ উপুড় হয়ে শুয়ে পড়লেন পিচের উপরে৷ আসলে এরকম তৃপ্তি মেলার পর, সব ক্রিকেটার হয়তো এমনই করেন৷ বিরাট যতই আগ্রাসী হোন না কেন, আবেগও তো তার মধ্যে কাজ করে৷ টেস্টে প্রথম ডবল সেঞ্চুরির পর সেটাই বেরিয়ে এল৷ পাঁচ বছর আগে এই দেশেই টেস্ট অভিষেক ঘটেছিল৷ সেদিন কোহলি বিরাট কিছু করতে পারেননি৷ পাঁচবছর পর এমন একটা ইনিংস খেললেন যা তাঁর রেকর্ড বুকে আলাদা করে লেখা থাকবে৷ গ্যাব্রিয়েলের বলে ২০০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি৷

team-india

বিরাট ১১৮.১ ওভারে পৌঁছে গেলেন ২০০-তে৷ তখনই দেখা গেল এক অনন্য দৃশ্য৷ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর স্টেডিয়ামে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন৷ বিরাটের ক্লাসি ইনিংস দেখে আপ্লুত স্যর ভিভিয়ান রিচার্ডসও৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তো কী হয়েছে! ক্রিকেটার হিসেবে তিনিও বিরাটের জন্য গর্বিত৷ ভারত অধিনায়কের প্রশংসায় আর কী কী বললেন কিংবদন্তি ব্যাটসম্যান? দেখে নিন ভিডিও৷

এদিকে, অধিনায়কের যোগ্য পার্টনার হয়ে সেঞ্চুরি হাঁকালেন আর অশ্বিনও৷ ১১৩ রানের অনবদ্য ইনিংস খেললেন৷ সেই সঙ্গে হোল্ডারদের সামনে রানের পাহাড় তৈরি করল টিম ইন্ডিয়া৷ আট উইকেট হারিয়ে ৫৬৬ রান তোলার পর ইনিংস ডিক্লেয়র করেন বিরাট৷ ব্যাট করতে নেমে শুরুতেই চন্দ্রিকার উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপদে ফেলে দিলেন মহম্মদ সামি৷ দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩১/১৷

ছবি ও ভিডিওর সৌজন্যে দেবাশিস সেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement