Advertisement
Advertisement

Breaking News

হোপকে হারিয়ে পেশাদার বক্সিংয়ে নজির বিজেন্দরের

ম্যাচের আগের দিন বিজেন্দর বলেছিলেন, “ছ’টা ম্যাচ জিতেছি, চেষ্টা করতে হবে সাতে সাত করার৷” অবশ্য আগের ম্যাচগুলোর তুলনায় শনিবারের ম্যাচটার পার্থক্য যে আকাশ-পাতাল সেটা বোঝাই যাচ্ছিল৷

Vijender Singh Defeats Kerry Hope to Clinch WBO Asia-Pacific Title
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 10:14 am
  • Updated:July 17, 2016 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেন্দর ততক্ষণে একজনের কাঁধে উঠে পড়েছেন৷ দশ হাজারের স্টেডিয়াম বিজেন্দর…বিজেন্দর করে চিৎকার শুরু করে দিয়েছে৷ তখনও জাজদের রেজাল্ট এসে পৌঁছয়নি! কিন্তু তাতে কী! সবাই নিশ্চিত দশ রাউন্ডে যেভাবে পারফর্ম করে গেলেন তাতে বিজেন্দরই বেল্ট পাবেন৷ টানা সাত ম্যাচে জয়৷ এশিয়া-প্যাসিফিক সুপার মিডলওয়েটের চ্যাম্পিয়ন বিজেন্দর৷

ম্যাচের আগের দিন বিজেন্দর বলেছিলেন, “ছ’টা ম্যাচ জিতেছি, চেষ্টা করতে হবে সাতে সাত করার৷” অবশ্য আগের ম্যাচগুলোর তুলনায় শনিবারের ম্যাচটার পার্থক্য যে আকাশ-পাতাল সেটা বোঝাই যাচ্ছিল৷ প্রথমত জিতলে পেশাদার বক্সিংয়ে প্রথম খেতাব হবে৷ তার উপর ঘরের মাঠে খেলা৷ ফলে প্রত্যাশার চাপও সামলাতে হবে৷ সেটা বিজেন্দরও বোধহয় হাড়ে হাড়ে টের পেলেন৷ একটা সিটও ফাঁকা ছিল না নয়াদিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামের৷ বলিউড থেকে শুরু করে ক্রিকেট, রাজনীতিবিদ সকলে হাজির বিজেন্দরের লড়াই দেখতে৷ রাহুল গান্ধীর পাশে বসে রাজীব শুক্লা৷ মেরি কম, যুবরাজ সিং বীরেন্দ্র শেহবাগ, রণবীর হুদা, নেহা ধুপিয়া৷ বাদ গেলেন না কেউই৷ আর ম্যাচ শেষে আপ্লুত বিজেন্দর বলছিলেন, “আমি আবেগতাড়িত৷ সকলকে ধন্যবাদ৷”

Advertisement

vijender

ম্যাচ শুরুর আগে সুরেশ রায়না বলছিলেন, তিন-চার রাউন্ডেই নকআউট করে হয়তো ম্যাচ পকেটে পুরে ফেলবে বিজেন্দর৷” অবশ্য অস্ট্রেলিয়ার কেরি হোপের বিরুদ্ধে লড়াইটা অত সহজ হল না৷ ম্যাচ গড়াল দশ রাউন্ড পর্যন্ত৷ পয়েন্টের বিচারে জয়ী বিজেন্দর৷ অভিজ্ঞতার দিক থেকে হোপ বিজেন্দরের থেকে অনেক এগিয়ে ছিলেন৷ ১২ বছর ধরে পেশাদার বক্সিংয়ের সঙ্গে যুক্ত তিনি৷ বলেও দিয়েছিলেন, বিজেন্দরের লড়াইগুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এসেছেন৷ জিততে অসুবিধা হবে না৷ লড়াই করলেও জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল হোপের৷ ম্যাচের পর আর আবেগ ধরে রাখতে পারলেন না বিজেন্দর৷ কেঁদে ফেললেন৷ কোনওরকমে বলছিলেন, “এই কৃতিত্ব আমার গোটা টিমের৷ কোচ থেকে শুরু করে সবার৷ কঠোর পরিশ্রম করেছি৷ এবার আবার নতুন চ্যালেঞ্জ৷ তার জন্য প্রস্তুত হতে হবে৷ এই জয় আমার একার নয়, গোটা দেশের জয়৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement