সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাতের মুখ্যমন্ত্রী পদে রবিবার শপথগ্রহণ করলেন বিজয় রুপানি৷ শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্বর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ লালকৃষ্ণ আদবানি, অরুণ জেটলি ও অমিত শাহর মতো নেতারা উপস্থিত ছিলেন এদিন৷ উপ-মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করেন নীতিন প্যাটেল৷ গান্ধীনগরে শপথগ্রহণ অনুষ্ঠানে আরও ২৩ জন মন্ত্রীও শপথবাক্য পথ করেন৷
It’s not mere words of solemn promise but a pledge to work indefatigably for the ” Antyodaya “. May God be with us! pic.twitter.com/h7MRjAn6yS
— Vijay Rupani (@vijayrupanibjp) August 7, 2016
গত শুক্রবারই আনন্দীবেন প্যাটেলের উত্তরসূরি হিসাবে বিজয় রুপানিকে নির্বাচিত করেন বিজেপি বিধায়করা৷ অমিত শাহ ঘনিষ্ঠ রুপানির মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়া নিয়ে পূর্ণ সমর্থন ছিল কেন্দ্রেরও৷ যদিও প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়া নীতিন প্যাটেল৷ নীতিনের মুখ্যমন্ত্রী হওয়ায় সমর্থন ছিল আনন্দীবেন প্যাটেলেরও৷ শনিবার রাজ্যের রাজ্যপাল ও পি কোহলির সঙ্গে কথা বলেন রুপানি৷ মন্ত্রিসভা গঠনের ইচ্ছা জানান৷ কোহলির সঙ্গে তাঁর সাক্ষাতের পর রবিবার বেলা ১২.৪০-এ শপথ নেন রুপানি৷ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Congrats to @vijayrupanibjp, Nitinbhai Patel & others sworn-in as they begin their innings to continue the development journey of Gujarat.
— Narendra Modi (@narendramodi) August 7, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.